২৩ কোটি ৭৫ লাখ! এত টাকা ভেঙ্কটেশ্বর আইয়ারকে কেন দিল কেকেআর? রহস্য ফাঁস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Venkatesh Iyer- ব্রাভো আরও বলেন, আইয়ারকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। আশা করছি ও আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। ওর মধ্যে সেই ক্ষমতা রয়েছে।
advertisement
1/6

আইপিএল- এর মেগা নিলামে এবার তিনটি নাম নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছিল। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার ও ভেঙ্কটেশ আইয়ার। কোটি কোটি টাকার বৃষ্টি হয়েছিল এই তিনজনের উপর। তবে ভেঙ্কটেশ আইয়ার য়ে টাকাটা পেয়েছেন তা হয়তো তাঁর সিলেবাসের বাইরের ব্যাপার ছিল!
advertisement
2/6
সবার মনে একটাই প্রশ্ন, কেন ভেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে দলে নিল কেকেআর! তিনি কি এত টাকা পাওয়ার যোগ্য! আর এবার এই নিয়ে মুখ খুললেন কেকেআর মেন্টর ডোয়াইন ব্রাভো।
advertisement
3/6
ব্রাভো বলছেন, আমরা আগে থেকেই পরিকল্পনা করেছিলাম কিছু ক্রিকেটারের জন্য। তাদের মধ্যে আইয়ার একজন। আপনারা দেখবেন, আমরা চ্যাম্পিয়ন হওয়া কেকেআর দলের প্রায় ৮০ শতাংশ ধরে রেখেছি। আর ওই দলের অন্যতম সদস্য ছিল আইয়ার।
advertisement
4/6
২০২১ সাল থেকে কেকেআরে খেলছেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁকে এবার রিটেইন না করায় চোখের জল ফেলেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তবে তাঁর জন্য নিলামে অলআউট ঝাঁপাবে নাইটরা, তা স্বপ্নেও ভাবেননি তিনি। ২৩.৭৫ কোটি টাকা দিয়ে নিলামে তাঁকে কেনে কেকেআর। যা অনেকের কাছেই ছিল অবিশ্বাস্য ব্যাপার।
advertisement
5/6
ব্রাভো বলেন, আমি ত্রিনিদাদে থাকাকালীনই একটা লিস্ট তৈরি করে ম্যানেজমেন্ট-এর সঙ্গে আলোচনা করি। সেই তালিকায় রেখেছিলাম আইয়ারকে। ফলে ওকে দলে নেওয়ার টার্গেট আমাদের আগে থেকেই ছিল। আর আমরা পরিকল্পনা মাফিক চলেছি।
advertisement
6/6
ব্রাভো আরও বলেন, আইয়ারকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। আশা করছি ও আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। ওর মধ্যে সেই ক্ষমতা রয়েছে।