MS Dhoni: চেন্নাই সুপার কিংসের হারের জন্য ধোনিকেই কেন কাঠগড়ায় তোলা হচ্ছে? আইপিএল ট্রোলের সবথেকে ‘সফট টার্গেট’ কি তাহলে দলের প্রাক্তন অধিনায়কই?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Why Is Dhoni Blamed For Chennai Super Kings' Losses: আইপিএল ওপেনারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটি ম্যাচেই কেবলমাত্র জয়লাভ করেছে সিএসকে। টানা ৪ বার হারের জেরে পয়েন্টস টেবিলেও নীচের দিকেই স্থান পেয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের এই টিম। কিন্তু এই হারের জন্য বেশিরভাগই দায়ী করছেন সিএসকে-র প্রাক্তন অধিনায়ক এমএস ধোনিকেই। কিন্তু কেন?
advertisement
1/7

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে অন্যতম হল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে সিএসকে। কিন্তু আইপিএল ওপেনারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটি ম্যাচেই কেবলমাত্র জয়লাভ করেছে সিএসকে। টানা ৪ বার হারের জেরে পয়েন্টস টেবিলেও নীচের দিকেই স্থান পেয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের এই টিম। কিন্তু এই হারের জন্য বেশিরভাগই দায়ী করছেন সিএসকে-র প্রাক্তন অধিনায়ক এমএস ধোনিকেই। কিন্তু কেন? (Photo: PTI/AFP)
advertisement
2/7
হারের দুঃস্বপ্ন: ৫টির মধ্যে ৪টি ম্যাচেই ধরাশায়ী হয়েছে সিএসকে। আসলে রচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, ঋতুরাজ গায়কোয়াড় এবং শিবম দুবের মতো দলের অন্যতম সেরা ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। তাঁদের লাইন-আপে বারবার পরিবর্তন সত্ত্বেও তেমন ম্যাজিক দেখাতে পারেনি সিএসকে। উল্টে লোয়ার-অর্ডারে থাকা ব্যাটসম্যানদের উপর জয় আনার জন্য চাপ বেড়েছে। (Photo Courtesy: CSK)
advertisement
3/7
পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস: সম্প্রতি পঞ্জাব কিংস (পিবিকে)-এর মুখোমুখি হয়েছিল সিএসকে। কিন্তু জয়ের মতো রান তুলতে পারেনি তারা। ২২০ রানের টার্গেট বেঁধে দিয়েছিল পঞ্জাব কিংস। জবাব দিতে নেমে সিএসকে তুলতে পেরেছে মাত্র ২০১ রান। যদিও এবার তাড়াতাড়িই নেমেছিলেন ধোনি। ৫ নম্বরে নেমে তিনি ১২ বলে ২২৫ স্ট্রাইক রেটে তিনি ২৭ রান করেছেন। তা-ও শেষরক্ষা হয়নি। (Photo: X)
advertisement
4/7
ধোনি – বেস্ট ফিনিশারের চাপ: ধোনি অনেক চেষ্টা করেছেন। কিন্তু তিনি যখন পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট করতে নামেন, তখন ম্যাচের আর মাত্র ৪.১ ওভার বাকি ছিল। আর করতে হত ৬৯ রান। এদিকে ১৮ ওভারে লকি ফার্গুসনের বলে দুটি পরপর ৬ হাঁকান ধোনি। এর মধ্যে একটি ৬ তো ২০১৯ সালের সেই বিশ্বকাপ সেমি-ফাইনালের কথা স্মরণ করিয়ে দিয়েছে। ঠিক এভাবেই ফার্গুসনের মুখোমুখি হয়েছিলেন ধোনি। তবে সেবার না মেরে ফার্গুসনের একটি বল ছেড়ে দিয়েছিলেন তিনি। যা সকলকে স্তম্ভিত করে দিয়েছিল। Photo: CSK
advertisement
5/7
ধোনি আবারও নিশানায়: এ নিয়ে ট্রোল যেন ধোনির পিছুই ছাড়ে না। আসলে ২০১৯-এর বিশ্বকাপ সেমি-ফাইনালের সেই ঘটনা নিয়ে এখনও ট্রোল করা হয় তাঁকে। সিএসকে-র হয়ে ব্যাটিংয়ের প্রসঙ্গ তুলে নেটিজেনরা দাবি করেন যে, জাতীয় দলের থেকে সিএসকে তাঁর কাছে বেশি প্রিয়। আর যখনই ধোনি সিএসকে-র হয়ে লড়াই করেন, তখন ২০১৯ সালের বিশ্বকাপের হাইলাইট তুলে তাঁর বেস্ট ফিনিশার তকমা নিয়ে প্রশ্ন তোলা হয়। (Photo Courtesy: Chennai Super Kings)
advertisement
6/7
যখন এই প্রতিবেদন লেখা হয়েছে, তখনও পর্যন্ত চলতি আইপিএল মরশুমের ৫ ইনিংসে ধোনির ঝুলিতে এসেছে ১০৩ রান। তাঁর ব্যাটিং অ্যাভারেজ ৫১.৫০ আর তাঁর স্ট্রাইক রেট ১৫৩.৭৩-এরও বেশি। আবার সিএসকে-র এই বর্ষীয়ান ক্রিকেট তারকা বিভিন্ন পজিশনে ব্যাট করতে নেমেছেন। যা নিয়েও প্রশ্ন উঠেছে। (Photo: CSK)
advertisement
7/7
ধোনির পাশে ভক্তরা: সিএসকে-র হারের জন্য ব্যাপক ট্রোলিংয়ের শিকার হয়েছেন ধোনি। তবে অনেকেই তাঁর পাশেও দাঁড়িয়েছেন। যাঁরা এই উইকেটকিপার-ব্যাটারকে সমর্থন করছেন, তাঁদের দাবি, আইপিএল-এর এই মরশুমে সিএসকে-র হারের জন্য টপ-অর্ডার ব্যাটারদের দায়ী করা হোক। এখানেই শেষ নয়, অনেকে আবার সিএসকে-র ফিল্ডিং নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, “এই বয়সে এটাই ধোনির সীমা। তাঁর কেরিয়ারের এই পর্যায়ে আর বেশি কিছু প্রত্যাশা করা উচিত নয়। ভক্তদের নিজেদের প্রত্যাশা কমানো উচিত। ওঁর দলের সতীর্থদের আরও বেশি অবদান রাখা উচিত। উনি হয়তো ১৮ বলে ৪০ রান বাকি থাকলে জেতাতে পারেন। কিন্তু ১৮ বলে ৬০ রান বাকি থাকলে জেতাতে পারবেন না। আসলে ১৮ বলে ৪০ রানের পর্যায়ে পৌঁছনোর দায়িত্ব প্রথমের দিকের ৪-৫ জন ব্যাটসম্যানের উপরেই রয়েছে।” (Photo: CSK/Facebook Page)