TRENDING:

Virat Kohli : 'আপনি দুম করে অবসর নিলেন কেন?', গোপন কথা বলে দিলেন কোহলি! এতদিন পর 'বিস্ফোরণ'

Last Updated:
Virat Kohli- বিরাট কোহলি এবার প্রথমবার নিজের অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন। ঠিক কি কারণে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তা এবার খোলাখুলি জানিয়ে দিলেন কোহলি।
advertisement
1/6
'আপনি দুম করে অবসর নিলেন কেন?', গোপন কথা বলে দিলেন কোহলি! এতদিন পর 'বিস্ফোরণ'
মে মাসে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন বিরাট কোহলি। টি-২০ থেকে তার আগেই অবসর ঘোষণা করেছিলেন। তবে কোহলি যে টেস্ট থেকেও আচমকা অবসর ঘোষণা করবেন, তা বোধ হয় তাঁর ভক্তরা আন্দাজ করতে পারেননি। ফলে কোহলির অবসর ঘোষণা অনেক ক্রিকেটপ্রেমীকেই চমকে দিয়েছিল।
advertisement
2/6
প্রথমে রোহিত শর্মা, তার পর বিরাট কোহলির টেস্ট থেকে অবসর। পর পর দুই তারকার এমন কঠিন সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেটে বড় শূন্যস্থান তৈরি হয়েছে। তবে কোহলি ও রোহিতকে ছাড়াও ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে। কিন্তু এখনও কোহলি ও রোহিতকে যেন মিস করছে ভারতীয় দল!
advertisement
3/6
বিরাট কোহলি এবার প্রথমবার নিজের অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন। ঠিক কি কারণে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তা এবার খোলাখুলি জানিয়ে দিলেন কোহলি। জানিয়ে দিলেন, কোনও চাপে নয়, বাধ্য হয়েই তাঁকে অবসর ঘোষণা করতে হয়েছিল।
advertisement
4/6
কোহলি বললেন, এই তো ২ দিন আগেও আমাকে দাড়িতে রঙ করাতে হয়েছে। চার দিন অন্তর যদি দাড়িতে রঙ করাতে হয় তা হলে বুঝতে হবে সময় হয়ে গিয়েছে।
advertisement
5/6
বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে অবসর ঘোষণা করেছেন, এমন কথা রটেছিল একটা সময়। তবে কোহলি এই নিয়ে একটা কথাও বলেননি। তিনি বরং জানালেন, সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই তিনি টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
6/6
১২৩টি টেস্ট ম্যাচ খেলে ৯২৩০ রান করেছেন বিরাট। খেলেছেন ২১০ টি ইনিংস। অনেকেই বলছেন, কোহলির মতো তারকা ক্রিকেটার অন্তত ১০ হাজার রান করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারতেন! টেস্টে ৩০টি শতরান, ৩১টি অর্ধশতরান ও সাতটি ডাবল সেঞ্চুরির মালিক কোহলি। এমনকী অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার রেকর্ড রয়েছে তাঁর নামের পাশে।
বাংলা খবর/ছবি/খেলা/
Virat Kohli : 'আপনি দুম করে অবসর নিলেন কেন?', গোপন কথা বলে দিলেন কোহলি! এতদিন পর 'বিস্ফোরণ'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল