অনেকের 'ক্রাশ' অজয় জাদেজা! কেন হারিয়ে গেলেন তিনি? বিশ্বকাপে কামব্যাক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ajay Jadeja comeback: অজয় জাদেজা ফিরলেন বিশ্বকাপে! কোথায় হারিয়ে গিয়েছিলেন এই হ্যান্ডসাম ক্রিকেটার!
advertisement
1/6

অনেকের ক্রাশ তিনি। হ্যান্ডসাম ক্রিকেটার। আবার প্রতিভাবানও। সেই অজয় জাদেজার কামব্যাক হল বিশ্বকাপে। তবে ক্রিকেটার হিসেবে নয়। তিনি ফিরলেন মেন্টর হিসেবে।
advertisement
2/6
আফগানিস্তান বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে। তাদের এই উত্থানের পিছনে মেন্টর অজয় জাদেজার বড় অবদান রয়েছে। তবে অজয় জাদেজা কিন্তু একটা সময় ক্রিকেট থেকে কার্যত উবে গিয়েছিলেন।
advertisement
3/6
অজয় জাদজা ছিলেন ভারতীয় মিডল অর্ডারের ভরসা। এমনকী ভারতীয় দলকে ১৩টি ওডিআই ম্যাচে নেতৃত্ব দেন অজয় জাদেজা। তবুও তিনি ক্রিকেট থেকে কার্যত নির্বাসিত হয়েছিলেন।
advertisement
4/6
আজহারউদ্দিন, মনোজ প্রভাকর এবং অজয় শর্মার মতো তারকাদের সঙ্গে অজয় জাদেজার নামও জড়িয়ে পড়েছিল ক্রিকেটীয় দুর্নীতিতে। যদিও জাদেজা বারবার দাবি করেন, তিনি কোনওরকম ফিক্সিং করেননি। তবে বিসিসিআই তাঁকে ৫ বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করে।
advertisement
5/6
২০০৩ সালে মহম্মদ আজহারুদ্দিন দুর্নীতির দায়ে নির্বাসিত হন। অন্যদিকে, জাদেজার বিরুদ্ধে সবরকম অভিযোগ খারিজ হয়। বিসিসিআই তাঁর উপর থেকে নির্বাসন তুলে নেয়। ক্রিকেটে প্রত্যাবর্তন হয় তাঁর। নয়ের দশকে অজয় জাদেজা ছিলেন ভারতীয় দলের অন্যতম ক্রিকেটার। ব্যাটিংয়ের পাশাপাশি তিনি ছিলেন দুর্দান্ত ফিল্ডার।
advertisement
6/6
বিসিসিআই নির্বাসন তুলে নেওয়ার পর রনজি ট্রফিতে ফিরেছিলেন অজয় জাদেজা। তবে ক্রিকেটে তাঁর আর সেভাবে ফেরা হয়নি।