TRENDING:

T20 World Cup 2026: কারা উঠবে সেমিফাইনালে? কে হবে চ্যাম্পিয়ন? টি-২০ বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্য়দ্বাণী

Last Updated:
Who Will Win T20 World Cup 2026 Big Prediction: আগ্রাসী ব্যাটিং ও আধুনিক টি-টোয়েন্টি মানসিকতার জন্য পরিচিত সূর্যকুমারের নেতৃত্বে ভারত নতুন কৌশলে মাঠে নামতে চলেছে। দল ঘোষণার পর থেকেই ক্রিকেট মহলে শুরু হয়েছে জল্পনা ও ভবিষ্যদ্বাণীর পালা।
advertisement
1/6
কারা উঠবে সেমিফাইনালে? কে হবে চ্যাম্পিয়ন? টি-২০ বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্য়দ্বাণী
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে, যেখানে সূর্যকুমার যাদবকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
advertisement
2/6
আগ্রাসী ব্যাটিং ও আধুনিক টি-টোয়েন্টি মানসিকতার জন্য পরিচিত সূর্যকুমারের নেতৃত্বে ভারত নতুন কৌশলে মাঠে নামতে চলেছে। দল ঘোষণার পর থেকেই ক্রিকেট মহলে শুরু হয়েছে জল্পনা ও ভবিষ্যদ্বাণীর পালা।
advertisement
3/6
টি-২০ বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট দলের নাম ঘোষণা করেছেন। হরভজনের তালিকায় রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা।
advertisement
4/6
তাঁর মতে, ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনে আফগানিস্তান বড় চমক দিতে পারে। পাশাপাশি অস্ট্রেলিয়া বরাবরের মতো বড় টুর্নামেন্টে নিজেদের সেরাটা উজাড় করে দেয় এবং দক্ষিণ আফ্রিকা আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারে।
advertisement
5/6
হরভজন সিং আরও এক ধাপ এগিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন—এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ভারত। উল্লেখযোগ্যভাবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত শিরোপা জিতেছিল। সেই আসরে সেমিফাইনালে উঠেছিল ভারত, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালে ভারত মাত্র ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি নিজেদের দখলে নেয়, যা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
advertisement
6/6
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ইশান কিশান, রিঙ্কু সিং।
বাংলা খবর/ছবি/খেলা/
T20 World Cup 2026: কারা উঠবে সেমিফাইনালে? কে হবে চ্যাম্পিয়ন? টি-২০ বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্য়দ্বাণী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল