সৌরভের বায়োপিকে 'ডোনা' কে? জুলাই থেকে শুটিং, শোনা যাচ্ছে 'হিট' অভিনেত্রীর নাম
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Dona Ganguly- জানা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে জুলাই মাস থেকে সৌরভের বায়োপিকের শুটিং শুরু হতে পারে। তবে শুরুতে কোন লোকেশন-এ শুটিং হবে, তা ঠিক জানা যায়নি এখনও।
advertisement
1/7

সৌরভের বায়োপিক আসছে। সে কথা এখন প্রায় সকলেরই জানা। লাভ ফিল্মস-এর প্রযোজনায় হচ্ছে মহারাজের বায়োপিক। রাজকুমার রাওকে লিড চরিত্রে। যদিও এখনও সরকারি ঘোষণা হয়নি।
advertisement
2/7
একটা সময় জানা গিয়েছিল, প্রযোজনা সংস্থার তরফে সৌরভের বায়োপিকে রণবীর কাপুরকে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে তিনি সময় দিতে পারবেন না। এর পর ভেসে ওঠে আয়ুষ্মান খুরানার নাম।
advertisement
3/7
অবশেষে জানা যায়, রাজকুমার রাওকে দেখা যাবে পর্দার সৌরভের ভূমিকায়। স্ত্রী সিনেমার নায়ককে পর্দার মহারাজ হিসেবে কেমন দেখায়, তা দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে রয়েছেন।
advertisement
4/7
জানা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে জুলাই মাস থেকে সৌরভের বায়োপিকের শুটিং শুরু হতে পারে। তবে শুরুতে কোন লোকেশন-এ শুটিং হবে, তা ঠিক জানা যায়নি এখনও।
advertisement
5/7
তবে প্রশ্ন হল, সৌরভের বায়োপিকে পর্দার ডোনা গঙ্গোপাধ্যায় কে হবেন! এই নিয়ে পাকাপাকি কোনও খবর নেই এখনও। তবে আন্দাজে এক নায়িকার কথা বলছেন অনেকে। তার পিছনে অবশ্য কারণ রয়েছে।
advertisement
6/7
জানা যাচ্ছে, সৌরভের মেয়ে সানা ইচ্ছেপ্রকাশ করেছেন, পর্দায় তাঁর মায়ের ভূমিকায় জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরিকে দেখতে চান।
advertisement
7/7
জানা যাচ্ছে, চলতি মাসের শেষের দিকে পর্দার ডোনা কে হবেন, তাঁর নাম ঘোষণা করা হতে পারে। এখন দেখার, সানার ইচ্ছে অনুযায়ী, পর্দার ডোনা হিসেবে তৃপ্তিকে দেখা যায় কি না!