সৌরভের বায়োপিকে ডোনা কে? তৃপ্তি দিমরি নয়! শোনা যাচ্ছে দুই বাঙালি নায়িকার নাম
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
সৌরভের বায়োপিকে নাকি ডোনার ভূমিকায় অভিনয়ের জন্য মিমি চক্রবর্তী এবং ইশা সাহার নাম উঠে আসছে। আসলে ডোনার ভূমিকায় বাঙালিয়ানা ফুটিয়ে তুলতেই নাকি এই দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়া হতে পারে।
advertisement
1/6

সৌরভ গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনী আসছে বড় পর্দায়। এ খবর এখন প্রায় সকলেরই জানা। এটাও জানা, সৌরভের বায়োপিকে অভিনয় করবেন রাজকুমার রাও। তবে সেই বায়োপিকে ডোনা কে হবেন!
advertisement
2/6
বেশ কয়েক মাস আগে শোনা গিয়েছিল, সৌরভের কন্যা সানা ,মায়ের ভূমিকায় দেখতে চান বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। তবে এখন আবার শোনা যাচ্ছে আরেক অভিনেত্রীর নাম। কিন্তু এবার আরেক অভিনেত্রীর নাম শোনা যাচ্ছে।
advertisement
3/6
সৌরভের বায়োপিকে নাকি ডোনার ভূমিকায় অভিনয়ের জন্য মিমি চক্রবর্তী এবং ইশা সাহার নাম উঠে আসছে। আসলে ডোনার ভূমিকায় বাঙালিয়ানা ফুটিয়ে তুলতেই নাকি এই দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়া হতে পারে। তবে এই খবরে এখনও সিলমোহর পড়েনি।
advertisement
4/6
মুম্বইয়ের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া এসেছেন কলকাতায়। ‘রক্তবীজ ২’-এর সেটে হাজির ছিলেন তিনি। মুকেশ টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান। আর তাই টলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, পর্দার ডোনা হতে পারেন মিমি বা ইশা।
advertisement
5/6
তৃপ্তি দিমরির সঙ্গে ডোনার চেহারার কোনও মিল নেই। আর তাই হয়তো নায়িকার খোঁজে শহরে এসেছেন মুকেশ। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে কি তবে ডোনা হিসেবে বাঙালি অভিনেত্রীর সঙ্গেই কাজ করবেন!
advertisement
6/6
এরই মধ্যে জানা গিয়েছিল, দাদার দাদাগিরি ছাড়ছেন। তবেঅনুষ্ঠান বন্ধ হচ্ছে না। নতুন মোড়কে আসবেন দাদা। শুধু বদলে যাচ্ছে প্ল্যাটফর্ম। যে চ্যানেলে হত তার প্রতিদ্বন্দ্বী চ্যানেলের সঙ্গে সৌরভ যুক্ত হচ্ছেন বলে খবর।