কেকেআরের ক্যাপ্টেন কে? এবার এই তারকা নাইট অধিনায়ক! একাই জেতান ম্যাচ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
KKR Captain- নিলামের শেষবেলায় কেকেআর দলে নিয়েছে অজিঙ্ক রাহানেকে। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নাইটরা। কারণ রাজ্য স্তর থেকে আন্তর্জাতিক ম্যাচ, সব ক্ষেত্রেই রাহানের অভিজ্ঞতা রয়েছে।
advertisement
1/6

মেগা নিলামে দল বেছে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামের আগে ছ'জনকে রিটেইন করেছিল কেকেআর। নিলামের প্রথমদিন সাতজনকে কেনে শাহরুখ খানের দল। দ্বিতীয় দিন কেনা হয় আটজনকে।
advertisement
2/6
মেগা নিলামে মোট ১৫ জন ক্রিকেটার কিনেছে কেকেআর। প্রথম দিনই ভেঙ্কটেশ আইয়ারের জন্য বড় অঙ্কের টাকা খরচ করে নাইটরা।
advertisement
3/6
শ্রেয়সের অনুপস্থিতিতে কেকেআর কাকে নেতৃত্ব দেবে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। নিলামের আগে শোনা যাচ্ছিল, রিঙ্কু সিংকে অধিনায়ক করা হতে পারে। তবে সেই খবর পাকা নয়। ক্যারিবিয়ান লিগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে আন্দ্রে রাসেলের। শোনা যাচ্ছে এবার ক্যাপ্টেন হিসেবে দ্রে রাসের কথা ভাবতে পারে কেকেআর ম্যানেজমেন্ট।
advertisement
4/6
নিলামের শেষবেলায় কেকেআর দলে নিয়েছে অজিঙ্ক রাহানেকে। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নাইটরা। কারণ রাজ্য স্তর থেকে আন্তর্জাতিক ম্যাচ, সব ক্ষেত্রেই রাহানের অভিজ্ঞতা রয়েছে।
advertisement
5/6
ক্যাপ্টেন্সির ক্ষেত্রে ভেঙ্কটেশ আইয়ারের নামও শোনা যাচ্ছে। অনেকে বলছেন, কেকেআর তাঁকে এত টাকা দিয়ে দলে নিয়েছে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য। তবে পুরোটাই এখন জল্পনা।
advertisement
6/6
পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে ক্যাপ্টেন হিসেবে কাউকে বেছে নেওয়ার ক্ষেত্রে কেকেআরের হাতে অপশন কম। ফলে দ্রে রাসেলের এবার কেকেআর অধিনায়ক হওয়ার সম্ভাবনা প্রবল। কেকেআর এবার রাসেলকে ১২ কোটি টাকায় রিটেইন করেছিল।