জয় শাহ আইসিসি চেয়ারম্যান! বিসিসিআই-এর মসনদে তা হলে এবার কে? শোনা যাচ্ছে বড় নাম
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Jay Shah- জয় শাহ আইসিসি চেয়ারম্যান হলে বোর্ড সচিব কে হবেন! এক্ষেত্রে কেউই কিন্তু অটোমেটিক চয়েজ নন। তবে কয়েকজনের সম্ভাবনা প্রবল।
advertisement
1/7

আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়ে দিয়েছেন, তৃতীয়বার আর নির্বাচনে লড়বেন না তিনি। আর এই আবহে বিসিসিআই সচিব জয় শাহের নাম ভেসে উঠেছে আইসিসি চেয়ারম্যান হিসেবে।
advertisement
2/7
জয় শাহ এখন শুধুমাত্র বিসিসিআই সচিব নন, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি এবং আইসিসি ফিনান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটিরও প্রধানও বটে।
advertisement
3/7
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির সভাপতি পদে জয় শাহ দাবি তুলতে পারেন। বর্তমানে এ বিষয়ে শুধু খবরই এসেছে তিনি আইসিসি পদের জন্য দাবি জানাতে পারেন৷ তবে তিনি বিসিসিআইয়ের পদে থাকতে চান কি না সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
advertisement
4/7
আইসিসি বোর্ডে ১৬ সদস্যের মধ্যে অন্তত ১৫ জনের সমর্থন পেতে পারেন জয় শাহ। ফলে তাঁর আইসিসি চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা প্রবল।
advertisement
5/7
১লা ডিসেম্বর আইসিসির নতুন চেয়ারম্যান দায়িত্ব নেবেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ অগস্ট। নিয়ম অনুযায়ী ভারতীয় বোর্ডের পদে ফিরতে হলে ২০২৫ সালের অক্টোবরের পর তিন বছর কুলিং অফ কাটিয়ে ফিরতে হবে।
advertisement
6/7
জয় শাহ আইসিসি চেয়ারম্যান হলে বোর্ড সচিব কে হবেন! এক্ষেত্রে কেউই কিন্তু অটোমেটিক চয়েজ নন। তবে কয়েকজনের সম্ভাবনা প্রবল।
advertisement
7/7
বোর্ডের বর্তমান সহ সভাপতি রাজীব শুক্লা। বোর্ডের সচিব পদে তাঁকে দেখা যেতে পারে। বোর্ডের কোষাধ্যক্ষ আশিস সেলারও দৌড়ে রয়েছেন। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমালের নামও ভাসছে। এছাড়া বোর্ডের যুগ্মসচিব দেবজিৎ সইকিয়াকেও দেখা যেতে পারে।