TRENDING:

Team India New Coach: কেকেআর ছাড়ছেন গৌতম গম্ভীর? সামনে আরও বড় দায়িত্ব! ভারতীয় ক্রিকেটে নতুন জল্পনা

Last Updated:
Who Will Be The New Coach Of Team India: ভারতীয় দলের নতুন কোচ হিসেবে কোনও মহাচমক দেবে কিনা ভারতীয় ক্রিকেট বোর্ড, সেটাই এখন দেখার। বিগত কয়েক দিনে একাধিক নাম উঠে এসেছে ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে।
advertisement
1/7
কেকেআর ছাড়ছেন গৌতম গম্ভীর? সামনে আরও বড় দায়িত্ব! ভারতীয় ক্রিকেটে নতুন জল্পনা
টি-২০ বিশ্বকাপের আগেই ভারতীয় ক্রিকেট নতুন জল্পনা। টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচ কে হবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। ইতিমধ্যেই নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
advertisement
2/7
আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচ হিসেবে শেষ হবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি। গতবছর একদিনের বিশ্বকাপের পরই চুক্তি শেষ হয়ে গিয়েছিল। তারপর টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তা বাড়ানো হয়।
advertisement
3/7
ভারতীয় দলের নতুন কোচ হিসেবে কোনও মহাচমক দেবে কিনা ভারতীয় ক্রিকেট বোর্ড, সেটাই এখন দেখার। বিগত কয়েক দিনে একাধিক নাম উঠে এসেছে ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে। এবার সেই তালিকায় নাম জুড়ে গেল গৌতম গম্ভীরের।
advertisement
4/7
গৌতম গম্ভীর। প্রাক্তন ভারতীয় ওপেনার। আইপিএলে সফল অধিনায়ক। এক দশকের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাও রয়েছে। লখনউ এর কেকেআরের মেন্টর হিসেবেও গৌতম গম্ভীর সফল।
advertisement
5/7
কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও মেন্টর হিসাবে তিনি যথেষ্ট সফল। গত দুই মরশুম মেন্টর হিসাবে লখনউ সুপার জায়ান্টসকে আইপিএলের প্লে অফে তুলেছেন। কেকেআর যে এই মরশুমে আইপিএলের লিগ টেবিলের শীর্ষে রয়েছে তার পিছনে গম্ভীরের অবদান অনস্বীকার্য।
advertisement
6/7
তবে গম্ভীর ভারতীয় দলের কোচ হবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ সবে মাত্র কেকেআরের দায়িত্ব নিয়েছেন। এক মরশুম পরেই তাহলে কেকেআর ছাড়তে হবে গম্ভীরকে। এছাড়া কেকেআরের সঙ্গে আলাদা টান রয়েছে গম্ভীরের। বিভিন্ন মহল থেকে নাম উঠে আসলেও গম্ভীর নিজে এখনও কিছুই বলেননি।
advertisement
7/7
প্রসঙ্গত, নতুন কোচের সঙ্গে আগামী ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করতে চাইছে বিসিসিআই। অভিজ্ঞতা সম্পন্ন সকল কোচেরা ভারতীয় দলের কোচের জন্য আবেদন করতে পারেন। প্রায় সাড়ে তিন বছর মেয়াদের জন্য নতুন কোচ নিযুক্ত করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বাংলা খবর/ছবি/খেলা/
Team India New Coach: কেকেআর ছাড়ছেন গৌতম গম্ভীর? সামনে আরও বড় দায়িত্ব! ভারতীয় ক্রিকেটে নতুন জল্পনা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল