TRENDING:

Sourav Ganguly: সৌরভের বায়োপিক আসছে, ডোনা কে? এক বাঙালি অভিনেত্রীর নাম ভাসছে, অবাক হবেন শুনলে

Last Updated:
Dona Ganguly- কয়েক মাস আগে শোনা গিয়েছিল, তৃপ্তি দিমরিকে পর্দার ডোনার চরিত্রে দেখতে চান সৌরভের মেয়ে সানা। তবে তৃপ্তির সঙ্গে ডোনার কমবয়সের চেহারার তেমন মিল নেই. ফলে তৃপ্তিকে হয়তো ডোনার চরিত্রে দেখা যাবে না।
advertisement
1/6
সৌরভের বায়োপিক আসছে, ডোনা কে? এক বাঙালি অভিনেত্রীর নাম ভাসছে, অবাক হবেন শুনলে
সৌরভের বায়োপিক আসছে। আর এই বায়োপিকে সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে একটা সময় কম জল্পনা হয়নি! প্রথমে শোনা যায় রণবীর কাপুরের নাম। তবে পরবর্তীতে জানা যায়, সৌরভের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে।
advertisement
2/6
সৌরভের বায়োপিক পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানে। কলকাতা ও ইংল্যান্ডে ছবির শুটিং হওয়ার কথা। তবে আরও একটি বিষয় নিয়ে এখনও জলঘোলা চলছে। সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে কাকে দেখা যাবে!
advertisement
3/6
কয়েক মাস আগে শোনা গিয়েছিল, তৃপ্তি দিমরিকে পর্দার ডোনার চরিত্রে দেখতে চান সৌরভের মেয়ে সানা। তবে তৃপ্তির সঙ্গে ডোনার কমবয়সের চেহারার তেমন মিল নেই. ফলে তৃপ্তিকে হয়তো ডোনার চরিত্রে দেখা যাবে না। তাঁর বদলে এক বাঙালি অভিনেত্রীর নাম ভেসে আসছে।
advertisement
4/6
সেই বাঙালি অভিনেত্রীর নাম মিমি চক্রবর্তী। ইতিমধ্যে নাকি মিমির সঙ্গে প্রোডাকশনের তরফে কথাবার্তা হয়েছে। তবে মিমি যে ডোনার চরিত্রে পাকা, তা এখনই বলা যাবে না।
advertisement
5/6
প্রোডাকশনের তরফে আরও বেশ কয়েকজন বাঙালি অভিনেত্রীকে ভাবা হচ্ছে বলেও জানা যায়। তবে তৃপ্তি যে পর্দার ডোনা হচ্ছেন না তা বলাই যায়। আসলে ডোনার চরিত্র ফুটিয়ে তুলতে কোনও বাঙালি অভিনেত্রীর উপরই ভরসা রাখতে চান পরিচালক।
advertisement
6/6
সৌরভের বায়োপিকের শুটিং আর কিছুদিনের মধ্যেই শুরু হওয়ার কথা। রাজকুমার রাও জানিয়ে দিয়েছেন. তিনিই হচ্ছেন পর্দার সৌরভ। তবে ডোনা কে হবেন, তা জানতে আরও কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে।
বাংলা খবর/ছবি/খেলা/
Sourav Ganguly: সৌরভের বায়োপিক আসছে, ডোনা কে? এক বাঙালি অভিনেত্রীর নাম ভাসছে, অবাক হবেন শুনলে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল