ভারতের পরবর্তী বুমরাহ কে? জানিয়ে দিলেন বুমরাহ নিজেই, অবাক করা উত্তর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Jasprit Bumrah: সম্প্রতি এক ইভেন্টে জসপ্রিত বুমহারকে প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় দলের পরবর্তী বুমরাহ কে! তিনি যা উত্তর দিলেন তাতে অবাক হতে হয়।
advertisement
1/6

২০১৬ সালে তাঁর একদিনের ক্রিকেটে অভিষেক। আর টেস্টে ২০১৮ সালে। এই কয়েক বছরের মধ্য়ে বিশ্ব ক্রিকেটের এক নম্বর পেসার হয়েছেন তিনি। জসপ্রিত বুমরাহ মানেই এখন বিপক্ষ ব্যাটারদের ভয়ের কারণ।
advertisement
2/6
ওয়াসিম আক্রম এরই মধ্যে ঘোষণা করে দিয়েছেন, জসপ্রিত বুমরাহ বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা পেসার। তিনি বলেছেন, ভারতীয় পেসার ক্রিকেটের তিন ফরম্যাটেই ব্যাটারদের জন্য ত্রাস।
advertisement
3/6
শোয়েব আখতার একটা সময় সময় বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন, বুমরাহর বোলিং অ্যাকশন যা তাতে তাঁর চোটের কবলে পড়ার সম্ভাবনা প্রবল। তবে আখতারকে ভুল বলে প্রমাণ করেছেন বুমরাহ।
advertisement
4/6
সম্প্রতি এক ইভেন্টে বুমহারকে প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় দলের পরবর্তী বুমরাহ কে! তিনি যা উত্তর দিলেন তাতে অবাক হতে হয়।
advertisement
5/6
বুমরাহ উত্তরে বলেছেন, দেখুন, আমি আশা করি যে সবাই আমার থেকে ভাল হয়ে উঠবে... সিরাজ, আরশদীপ, ভাবেশ, মুকেশ - ওরা যেন আরও ভাল খেলে। আমি এটাই চাইব সব সময়।
advertisement
6/6
ভারতের পেস বিভাগের পরবর্তী ব্যাচ-এর উপর প্রবল ভরসার কথা বলেছেন বুমরাহ। তিনি বলেছেন, ভারতের পরবর্তী পেস অ্যাটাক তৈরি।