আইপিএলের লোগোতে এই ক্রিকেটার কে? কার খেলা শট? জেনে নিন আসল সত্যিটা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl logo- এমন একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর পাওয়া যায় না কোনও মরশুমেই। আইপিএল শুরু হয়ে যায়। শেষও হয়। তবে এই প্রশ্নের উত্তর নিয়ে দ্বন্দ্ব থেকেই যায়।
advertisement
1/7

আইপিএলের লোগো কোন ব্যাটারের শটের উপর ভিত্তি করে আঁকা হয়েছে? অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না। আর এই প্রশ্নের খোঁজ চলছে বহুদিন ধরেই। বিসিসিআই বা আইপিএল কমিটি এই প্রশ্নের কোনও উত্তর দেয়নি আজও।
advertisement
2/7
এমন একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর পাওয়া যায় না কোনও মরশুমেই। আইপিএল শুরু হয়ে যায়। শেষও হয়। তবে এই প্রশ্নের উত্তর নিয়ে দ্বন্দ্ব থেকেই যায়।
advertisement
3/7
আইপিএল ২০২৫ শুরু হওয়ার আগে এবারও সেই প্রশ্ন আবার ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আইপিএলের যে লোগো, সেটাতে কোন ব্যাটারের শট বেছে নেওয়া হয়েছে?
advertisement
4/7
আইপিএল লোগো ২০০৮ সালে ‘UK-র VentureThree’ নামক একটি সংস্থা ডিজাইন করেছিল। লোগোটি বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছে। লোগোতে ব্যাটার যে শট খেলছে, সেটি সচরাচর কোনও ব্যাটারকে খেলতে দেখা যায় না।
advertisement
5/7
বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের একাংশের দাবি, আইপিএল লোগোয় যে শট দেখা যায় সেটা আসলে মাশরাফি বিন মোর্তাজার খেলা শট। তবে এই দাবির কোনও অকাট্য প্রমাণ নেই। আর ভারতীয় সমর্থকরা এই দাবি মেনে নেননি কখনও।
advertisement
6/7
বছর দুয়েক আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ দাবি করেছিলেন, আইপিএল লোগো দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডি'ভিলিয়ার্সের একটি বিশেষ শটের কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছিল। তবে তাঁর দাবির পিছনেও কোনও প্রমাণ নেই।
advertisement
7/7
আইপিএল কর্তৃপক্ষের তরফে আজ পর্যন্ত এই লোগোর রহস্য সম্পর্কে কিছু বলা হয়নি। তবে লোগোর ডিজাইন নিয়ে নানা মহলে নানা মত রয়েছে। এক সময় শোনা গিয়েছিল, ওই লোগো আসলে বিরাট কোহলির খেলা একটি শট নকল করে তৈরি করা হয়েছিল।