পান্ডিয়ার প্রাক্তন স্ত্রীকে শাড়ি পরাচ্ছেন নতুন বয়ফ্রেন্ড! নাতাশার জীবনে এবার কে এল?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Nataša Stanković- পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদের পর সার্বিয়া ফিরে গিয়েছিলেন নাতাশা। তবে সেখানে তিনি থাকেননি বেশিদিন। আবার ভারতে ফিরে আসেন। কারণ হিসেবে জানান, ছেলের স্কুল এখানে, ফলে তাঁকে ফিরতেই হত।
advertisement
1/6

সুখের সংসার ছিল তাঁদের। একে অপরের সঙ্গে জড়িয়ে থাকতেন নাতাশা ও হার্দিক। সঙ্গে তাঁদের একমাত্র ছেলে অগ্যস্ত। তবে সেই সংসার এখন ভেঙেছে। আলাদা থাকছেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ।
advertisement
2/6
স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছেন পান্ডিয়া। তবে জল্পনা ছড়িয়েছে, এরই মধ্যে নাকি পান্ডিয়া নতুন সম্পর্কে জড়িয়েছেন।
advertisement
3/6
শোনা যাচ্ছে,, জিম ট্রেনার আলেকজ়ান্ডার অ্যালেক্স-এর সঙ্গে এখন প্রায়ই দেখা যাচ্ছে নাতাশাকে। ফলে স্বাভাবিকভাবেই দুজনের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে।
advertisement
4/6
কখনও জিমে, কখনও আবার পুলে একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। অনেকে আবার বলছেন, দুজনের মধ্যে সম্পর্কের নতুন রসায়ন তৈরি হয়েছে।
advertisement
5/6
নাতাশা ও আলেকজ়ান্ডার বরাবর দাবি করে এসেছেন, তাঁরা স্রেফ ভাল বন্ধু। আর এবার প্রিয় বন্ধুকে ক্যামেরার সামনে শাড়ি পরিয়ে দিলেন আলেকজ়ান্ডার।
advertisement
6/6
পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদের পর সার্বিয়া ফিরে গিয়েছিলেন নাতাশা। তবে সেখানে তিনি থাকেননি বেশিদিন। আবার ভারতে ফিরে আসেন। কারণ হিসেবে জানান, ছেলের স্কুল এখানে, ফলে তাঁকে ফিরতেই হত।