TRENDING:

IPL 2024 Auction: আইপিএল নিলামে প্রথমবার মহিলা সঞ্চালক, হিউমের বদলে হাতুড়ি হাতে ভারতের মল্লিকা

Last Updated:
Mallika Sagar First Time Female Auctioneer in IPL 2024 Auction: ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে আইপিএল ২০২৪ নিলাম। কারণ এই প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অকশনিয়ারের ভূমিকায় থাকছেন কোনও মহিলা।
advertisement
1/6
আইপিএল নিলামে প্রথমবার মহিলা সঞ্চালক, হিউমের বদলে হাতুড়ি হাতে ভারতের মল্লিকা
১৯ ডিসেম্বর দুবাইতে বসতে চলেছে আইপিএল ২০২৪-এর মিনি নিলামের আসর। বিদেশের মাটিতে এই প্রথমবার হবে আইপিএল নিলাম। যেই কারণে এবারের নিলাম এমনিতেই ঐতিহাসিক তকমা পেয়ে গিয়েছে।
advertisement
2/6
এবার আরও একটি কারণে ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে আইপিএল ২০২৪ নিলাম। কারণ এই প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অকশনিয়ারের ভূমিকায় থাকছেন কোনও মহিলা। সংবাদমাধ্যম স্পোর্টসস্টারের খবর অনুযায়ী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিসিসিআই।
advertisement
3/6
আইপিএলের জন্মলগ্ন থেকে ২০১৮ পর্যন্ত রিচার্ড ম্য়াডলেআইপিএলের নিলাম সঞ্চালনা করেছেন। তারপর থেকে দায়িত্ব সামলান হিউ এডমিডস। ২০২২-এর নিলামে অবশ্য হিউ’কে নিয়ে বাঁধে বিপত্তি। মঞ্চেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষমেশ চারু শর্মা’কে তড়িঘড়ি বিকল্প অকশনিয়ার হিসেবে পরিস্থিতি সামলানোর জন্য ডাকা হয়েছিল।
advertisement
4/6
এবার আর হিউ-কে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই। সেই কারণেই আনা হচ্ছে নতুন অকশনার। তবে অভিজ্ঞ কাওকেই চাইছিল বিসিসিআই। এখনও পর্যন্ত যা খবর হিউয়ের বদলে হাতুড়ি উঠছে ভারতীয় কন্য়ার হাতে। এবার নিলাম সঞ্চালিকার ভূমিকায় থাকছেন মল্লিকা সাগর।
advertisement
5/6
এর আগে তিনি চিত্রকলা বিক্রয়ের নিলামে দীর্ঘ সময় কাজ করেছেন। খেলাধুলার দুনিয়ার সাথেও একেবারে অপরিচিত নন মল্লিকা । প্রো কবাডি লীগের নিলাম সঞ্চালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়া উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মরসুমে নিলামের দায়িত্ব সামলেছেন মল্লিকা সাগর।
advertisement
6/6
মুম্বইয়ের বাসিন্দা মল্লিকা সাগর। ২০০১ সালে ক্রিস্টিস নামক একটি ব্রিটিশ সংস্থার সঙ্গে নিজের অকশনার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। উইমেন্স প্রিমিয়ার গিলের অভিজ্ঞতা ও রিচার্ড ম্যাডলি, চারু শর্মা এবং হিউ এডমিডসের পুরনো ভিডিও দেখে নিজেকে আইপিএল নিলামের জন্য প্রস্তুত করছেন মল্লিকা।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2024 Auction: আইপিএল নিলামে প্রথমবার মহিলা সঞ্চালক, হিউমের বদলে হাতুড়ি হাতে ভারতের মল্লিকা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল