Kavya Maran: লন্ডন থেকে এমবিএ, বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে, কাব্য মারানের জীবনযাপন স্বপ্নের মতো
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Who is Kavya Maran: ক্যামেরা থেকে মুখ লুকনোর চেষ্টা করেছিলেন কাব্যা। কিন্তু সম্ভব হয়নি। কাব্যার কান্না ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
advertisement
1/5

২০২৪-এর গোটা আইপিএল জুড়ে একটা নামই মুখে মুখে ঘুরেছে, সেটা কাব্যা মারান। তিনিই এখন নয়া ইন্টারনেট সেনসেশন। সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক। ফাইনালে কেকেআরের কাছে হারের পর স্টেডিয়ামেই চিকচিক করে ওঠে কাব্যর চোখ। সেই ছবি দেখে উত্তাল নেটদুনিয়া। ক্যামেরা থেকে মুখ লুকনোর চেষ্টা করেছিলেন কাব্যা। কিন্তু সম্ভব হয়নি।
advertisement
2/5
কাব্যর কান্না ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কে এই কাব্য মারান? সানরাইজার্স হায়দরাবাদের মালিক এই তরুণী তামিলনাড়ুর বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে। নিজেও ব্যবসায়ী। বাবা কলানিধি মারান দক্ষিণের সবচেয়ে বড় মিডিয়া হাউজ সান গ্রুপের মালিক। সান গ্রুপের ৩৩টির বেশি আঞ্চলিক চ্যানেল রয়েছে। কলানিধি মারানের মোট সম্পদের পরিমাণ প্রায় ২.৩ বিলিয়ন ডলার।
advertisement
3/5
চেন্নাই হোম টাউন: মারান পরিবারের আদি বাড়ি চেন্নাইতে। কাব্য চেন্নাইয়ের নামকরা স্টেলা মারিস কলেজ থেকে স্নাতক হন। তারপর এমবিএ পড়ার জন্য পাড়ি দেন ইংল্যান্ড। সেখানে তিনি ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিডি ডিগ্রি নেন। এরপর যোগ দেন বাবার ব্যবসায়। লন্ডন থেকে দেশে ফেরার পর ২০১৮ সালে কলানিধি সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিকানা তুলে দেন মেয়ের হাতে। কাব্যা হন সিইও। বাবার অন্যান্য ব্যবসাও দেখেন তিনি।
advertisement
4/5
পুরো আইপিএল জুড়েই সানরাইজার্স দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন কাব্য। স্টেডিয়ামে বসে টিমের জন্য গলা ফাটিয়েছেন। আবার ড্রেসিং রুমে গিয়ে চাঙ্গা করেছেন ক্রিকেটারদের। ক্যামেরাও তাঁর মুখের প্রতিটা অভিব্যক্তি বন্দি করে গিয়েছে নিরন্তর। কাব্য বর্তমানে একজন সফল মহিলা ব্যবসায়ী। এসআরএইচ ছাড়াও তিনি আরেকটি ক্রিকেট টিমের মালিক। সেই দল খেলে দক্ষিণ আফ্রিকা ২০ টুর্নামেন্ট (SA20)। এই লিগে তাঁর দলের নাম ‘সানরাইজার্স ইস্টার্ন কেপ’। ২০২২ সালে লিগ শুরু হয়।
advertisement
5/5
ইতিমধ্যেই দু’বার চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কাব্য মারানের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৪০০ কোটি টাকা। ২০১৮ সালে সানরাইজার্সের দায়িত্ব নেওয়ার পর থেকেই অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছে দল। সানরাইজার্স ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৮ সালে রানার আপ। কিন্তু এরপর থেকে পারফরম্যান্স ভাল যাচ্ছিল না। ২০২১-এ ১৪টি ম্যাচ খেলে মাত্র ৩টিতে জেতে তারা। ২০২৪-এর আগে দলে বেশ কিছু পরিবর্তন করেন কাব্য। তারই ফল মেলে হাতে নাতে। ফাইনালে ওঠে সানরাইজার্স হায়দরাবাদ।