TRENDING:

Hasin Jahan: শামির আগে হাসিন জাহান কাকে বিয়ে করেছিলেন জানেন? স্কুলে পড়তেই প্রেম! তার পর...

Last Updated:
Hasin Jahan First Husband- বিভিন্ন সূত্র মারফত জানা যায়, স্কুলে পড়ার সময় সঈফুদ্দিনের সঙ্গে সম্পর্ক হয় হাসিনের। তার পর তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেন।
advertisement
1/6
শামির আগে হাসিন জাহান কাকে বিয়ে করেছিলেন জানেন? স্কুলে পড়তেই প্রেম! তার পর...
২০১৮ সালে দায়ের করা মামলায় শামির থেকে নিজের জন্য মাসিক ৭ লক্ষ এবং মেয়ের জন্য মাসিক ৩ লক্ষ টাকা সাহায্যের দাবি জানিয়েছিলেন হাসিন জাহান৷ কিন্তু নিম্ন আদালত হাসিনকে মাসিক ৫০ হাজার এবং মেয়ের জন্য মাসিক ৮০ হাজার টাকা দেওয়ার জন্য শামিকে নির্দেশ দিয়েছিল৷ এবার হাই কোর্ট নির্দেশ দিয়েছে, খোরপোষ বাবদ হাসিনকে প্রতি মাসে ৪ লাখ টাকা করে দিতে হবে শামিকে।
advertisement
2/6
আদালতের এই নির্দেশের পর আরও একবার শামির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন হাসিন জাহান। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কেউ কাউকে প্রাপ্য থেকে বঞ্চিত করতে চাইলেই হয় না। এদেশে আদালত আছে, আইন-কানুন আছে। আদালত আমাকে ন্যায়বিচার দিয়েছে।
advertisement
3/6
২০১৮ থেকে মহম্মদ শামি ও হাসিন জাহান আলাদা থাকেন। তবে তাঁদের এখনও ডিভোর্স হয়নি। অনেকেই হয়তো জানেন না, হাসিন জাহানের প্রথম পক্ষের স্বামীক নাম সঈফুদ্দিন। শামির সঙ্গে হাসিনের বিয়ে হয় ২০১৪ সালে। তার আগে বীরভূমের বাসিন্দা সঈফুদ্দিনের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।
advertisement
4/6
একটা সময় আইপিএলে চিয়ারলিডার ছিলেন হাসিন জাহান। বরাবরই তাঁর অভিনয় ও মডেলিং-এর প্রতি টান। হাসিন দাবি করেন, শামি তাঁকে সমস্ত কাজ থেকে অব্যহতি নিয়ে গৃহবধূ হয়ে থাকতে বলেছিলেন। শামিকে ভালবেসে তাঁর সেই কথা মেনে নেন হাসিন! তাই এখন আর তেমন কোনও উপার্জন নেই।
advertisement
5/6
হাসিনের প্রথম পক্ষের স্বামী সঈফুদ্দিন একটি মুদি দোকানের মালিক বলে জানা যায়। হাসিন ও তাঁর দুই মেয়ে রয়েছে। তবে এখন তাঁরা আলাদা থাকেন। দুই মেয়ে বাবার সঙ্গেই থাকে বলেও জানা যায়।
advertisement
6/6
বিভিন্ন সূত্র মারফত জানা যায়, স্কুলে পড়ার সময় সঈফুদ্দিনের সঙ্গে সম্পর্ক হয় হাসিনের। তার পর তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেন। তবে সেই সম্পর্ক একটা সময় পর আর টেকেনি। হাসিন সঙ্গে না থাকলেও দুই মেয়েকে বুকে আগলে রেখেছেন সঈফুদ্দিন। তিনি একা হাতেই তাদের মানুষ করছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Hasin Jahan: শামির আগে হাসিন জাহান কাকে বিয়ে করেছিলেন জানেন? স্কুলে পড়তেই প্রেম! তার পর...
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল