Ashwani Kumar: কে এই অশ্বিনী কুমার? আইপিএলে করলেন স্বপ্নের অভিষেক, যা কোনও ভারতীয় পারেনি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Who Is Ashwani Kumar: আইপিএলে স্বপ্নের অভিষেক করলেন মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ বাঁ হাতি পেসার অশ্বিনী কুমার। কেকেআরের বিরুদ্ধে ৩ ওভারে ২৪ রান দিয়ে শুধু ৪ উইকেট নেন তিনি। একইসঙ্গে নাম লেখালেন ইতিহাসের পাতায়।
advertisement
1/6

আইপিএলে স্বপ্নের অভিষেক করলেন মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ বাঁ হাতি পেসার অশ্বিনী কুমার। কেকেআরের বিরুদ্ধে ৩ ওভারে ২৪ রান দিয়ে শুধু ৪ উইকেট নেন তিনি। একইসঙ্গে নাম লেখালেন ইতিহাসের পাতায়। (Photo Courtesy- AP)
advertisement
2/6
কেকেআরের বিরুদ্ধে তার শিকারের তালিকায় রয়েছে সব একের পর এক তারকাদের নাম। নিজের আইপিএল কেরিয়ারের প্রথম বলেই কেকেআর অধিনায়ক অজিঙ্কে রাহানের উইকেট নেন অশ্বিনি কুমার। (Photo Courtesy- AP)
advertisement
3/6
প্রথম ভারতীয় বোলার হিসেবে আইপিএলে অভিষেকেই ৪ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। রাহানে ছাড়াও তাঁর শিকারের তালিকায় রয়েছেন, রিঙ্কু সিং, মনীশ পাণ্ডে ও আন্দ্রে রাসেল। (Photo Courtesy- AP)
advertisement
4/6
২০০১ সালের ২৯ অগাস্ট মোহালিতে জন্মগ্রহণ করা অশ্বিনী কুমার। ছোট বেলার থেকেই ক্রিকেট ছিল ধ্যান জ্ঞান। অশ্বিনী কুমার শের-ই-পঞ্জাব টি২০ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোনামে আসেন। তিনি মূলত ডেথ ওভারে বল করার জন্য পরিচিত। ঘরোয়া ক্রিকেটে পঞ্জাবের হয়ে খেলেন। (Photo Courtesy- AP)
advertisement
5/6
অশ্বিনী ২০২২ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পঞ্জাবের হয়ে অভিষেক করেন এবং মোট চারটি ম্যাচ খেলেন। সেই টুর্নামেন্টে তিনি ৮.৫ ইকোনমিতে ৩টি উইকেট নেন। এছাড়া, অশ্বিনী কুমার পঞ্জাবের হয়ে দুটি ফার্স্ট-ক্লাস ম্যাচ এবং চারটি লিস্ট এ ম্যাচও খেলেছেন। (Photo Courtesy- AP)
advertisement
6/6
গতবার পঞ্জাব কিংস স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ মেলেনি। এবার তাঁকে ৩০ লক্ষ্য টাকা দিয়ে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। আর প্রথম ম্যাচেই দুরন্ত বোলিং করায় আইপিএল রাতারাতি তৈরি করল আরও এক তারকা। (Photo Courtesy- AP)