Bangladesh in t20 World Cup: বাংলাদেশ যদি ভারতে না আসে তা হলে বিশ্বকাপে সুযোগ পেতে পারে ইউরোপের দেশ! কী বলছে তারা?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bangladesh in t20 World Cup: সংবাদমাধ্যম এএফপি সূত্রে খবর, টি২০ বিশ্বকাপে বাংলাদেশ না খেলতে সেই জায়গায় সুযোগ পেতে পারে স্কটল্যান্ড। তবে এখনও কোনও অফিসিয়াল পদক্ষেপ নেওয়া হয়নি।
advertisement
1/5

সংবাদমাধ্যম এএফপি সূত্রে খবর, টি২০ বিশ্বকাপে বাংলাদেশ না খেলতে সেই জায়গায় সুযোগ পেতে পারে স্কটল্যান্ড। তবে এখনও কোনও অফিসিয়াল পদক্ষেপ নেওয়া হয়নি।
advertisement
2/5
BBC Sport-এর রিপোর্ট অনুযায়ী, ICC এখনও Cricket Scotland-এর সঙ্গে যোগাযোগ করেনি, আর Scottish board-ও নিজেরা কোনো উদ্যোগ নেয়নি। রিপোর্টে বলা হয়েছে, Scotland-এর কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে দূরত্ব বজায় রাখছেন, ‘BCB-এর কর্মকর্তাদের প্রতি সম্মান দেখিয়ে’।
advertisement
3/5
বাংলাদেশ মুম্বই এবং কলকাতা-সহ বিভিন্ন ভেন্যুতে ম্যাচ খেলতে যাওয়ার বিষয়ে অস্বস্তি প্রকাশ করেছে, তাদের নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা রয়েছে। বিকল্প হিসেবে, বাংলাদেশ তাদের গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল, যেটা ইভেন্টের কো-হোস্ট। পরে তারা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলানোর প্রস্তাব দেয়, কারণ আয়ারল্যান্ডের সব ম্যাচই শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে। ICC-এর প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশে সফরের সময় এই দুই প্রস্তাবই নাকচ করে দেয়।
advertisement
4/5
বিশ্বকাপ শুরু হতে এখন তিন সপ্তাহেরও কম সময় বাকি, কিন্তু বাংলাদেশ এখনও প্রকাশ্যে জানায়নি তারা অংশ নেবে কি না। ICC-ও জানায়নি, তারা কী ভাবে বিকল্প দল বাছাই করবে।
advertisement
5/5
আগেও রাজনৈতিক কারণে দল প্রত্যাহার হলে শেষ মুহূর্তে নতুন দল যোগ হয়েছে, যেমন ২০০৯-এ Zimbabwe-র পরিবর্তে Scotland-কে নেওয়া হয়েছিল। তবে এখনকার T২০ World Cup-এ ২০টা দল আর region-based qualification system আছে, তাই শেষ মুহূর্তে কোনো জায়গা খালি হলে কী ভাবে সেটা পূরণ হবে, সেটা স্পষ্ট নয়।