IPL 2024 Playoffs Prediction: কোন ৪ দল উঠবে আইপিএল ২০২৪-এর প্লে অফে? দুই মহাতারকার বড় ভবিষ্যদ্বাণী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Which 4 teams will reach IPL 2024 playoffs big prediction: জল্পনা শুরু হয়ে গিয়েছে যে আইপিএল ২০২৪-এর প্লে অফে পৌছবে কোন চার দল। বড় ভবিষ্যদ্বাণী করলেন দুই মহাতারকা।
advertisement
1/5

আইিপএল ২০২৪-এর শুরু থেকেই ব্যাটসম্যাবদের একাধিপত্ব দেখা গিয়েছে। চার-ছক্কার জোয়ারে মেতেছেন ক্রিকেট প্রেমিরা। ইতিমধ্যেই প্রতিটি দলের প্রথম লিগের খেলার প্রায় শেষ পর্বে চলে এসে গিয়েছে। এখনও পর্যন্ত সবথেকে ভাল পারফর্ম করেছে রাজস্থান রয়্যালস।
advertisement
2/5
এই পরিস্থিতিতে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে যে আইপিএলের প্লে অফে পৌছবে কোন চার দল। এই পরিস্থিতিতে শুধু বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার আইপিএল ২০২৪-এ প্লে অফে সম্ভাব্য চার দল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন।
advertisement
3/5
স্টার স্পোর্টসের সাথে কথা বলার সময়, অক্ষয় কুমার এই মরশুমে প্লে অফে প্রবেশ করতে পারে এমন চারটি দলের নাম দিয়েছেন। অক্ষর কুমারের পছন্দে তালিকায় রয়েছে পঞ্জাব কিংস, আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। এর পাশাপাশি সিএসকে ও গুজরাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন অক্ষয়।
advertisement
4/5
অক্ষয় কুমারের পাশাপাশি টাইগার স্রফও প্লে অফে নিজের পছন্দের ৪ দলকে বেছে নিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, আরসিবি ও কলকাতা নাইট রাইডার্সকে বেছেছেন টাইগার স্রফ।
advertisement
5/5
প্রসঙ্গত, আইপিএলে লিগ রাউন্ডে এখনও অনেক খেলা বাকি। মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলবে লিগ গ্রুপের খেলা। তারপর হবে প্লে অফ ও ফাইনাল। ফলে লিগ টেবিলের সাপ-লুডোর খেলায় অনেক ওঠা নামা হবে।