Where is Katsumi: কোথায় হারিয়ে গেলেন 'জাপানি বোমা' কাতসুমি! কী করেন এখন? জানলে চমকে যাবেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Where is Former Mohun Bagan Star Katsumi Yusa: অধিনায়ক হিসেবে মোহনবাগানকে আইলিগ খেতাব জিতিয়েছেন তিনি। ভারত ছাড়ার পর এখন কোথায় হারিয়ে গেলেন কাতসুমি? কী করছেন? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা।
advertisement
1/7

অধিনায়ক হিসেবে মোহনবাগানকে আইলিগ খেতাব জিতিয়েছেন তিনি। লম্বা সোনালী চুলে মাঠের এক প্রান্ত ধরে যখন দৌড় শুরু করতেন তখন প্রতিপক্ষের রক্ষণে ধরত কাঁপুনি। সবুজ-মেরুণের ফুটবল ইতিহাসে খেলে যাওয়া সেরা বিদেশীদের মধ্যে অন্যতম কাতসুমি ইউসা।
advertisement
2/7
কাতসুমি ভারতীয় ফুটবলে এসেছিলেম আইলিগ দল ওএনজিসির হাত ধরে। তারপর সবুজ-মেরুণ জার্সিতে কলকাতায় প্রথম পা রাখা। ৪ মরশুম খেলেছিলেন মোহনবাগানের হয়ে। বাগান ফ্যানেদের নয়ণের মণি হয়ে উঠেছিলেন তিনি। (ছবি: সংগৃহীত)
advertisement
3/7
২০১১ সালের জানুয়ারি মাসে ওনএনজেসিতে সই করেন কাতসুমি। ২০১০-১১ মরশুমে আইলিগ থেকে অবনমন হয় ওএনজেসির। তাও ক্লাব না ছেড়ে পরের মরশুমে ফের ওএনজেসিকে আইলিগে তোলেন জাপানি তারকা। ২০১৩ সালে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে সই করেন কাতসুমি। (ছবি: সংগৃহীত)
advertisement
4/7
এক মরশুম খেলার পরই দলের অধিনায়কত্বের দায়িত্ব পান কাতসুমি। ২০১৪-১৫ সালে দুরন্ত ফুটবল খেলে মোহনবাগান। ফ্যানেদের স্বপ্নপূরণ করে দলকে চ্যাম্পিয়ন করেন অধিনায়ক কাতসুমি। বাগানে জনপ্রিয়তার শীর্ষে পৌছান কাতসুমি। (ছবি: সংগৃহীত)
advertisement
5/7
কাতসুমির স্কিল, গতি, গোল করার দক্ষতা সবকিছুই অনবদ্য ছিল। মোহনবাগান ফ্যানারে ভালবেসে তাঁকে নানা নামও দেন। মোহনবাগানের 'জাপানি বোমা' বলা হত কাতসুমি ইউসাকে। মাঠে শোনা যেত,"সা-রে-গা-মা-পা-ধা-নি,মাঠ কাঁপাবে জাপানি" ধ্বনি। বাগানের হয়ে ১২১ ম্যাচে ২৪ গোল করেছিলেন কাতসুমি। (ছবি: সংগৃহীত)
advertisement
6/7
মোহনবাগানের পর কাতসুমি ইস্টবেঙ্গলের হয়েও খেলেছেন। এছাড়া আইএসএলেও খেলেছেন জাপানি তারকা। নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেলেছেন তিনি। শেষের দিকে নেরোকা ও চেন্নাই সিটিতে খেলেন। কিন্তু তখন তার ফর্ম তলানির দিকে। তারপরই ভারত ছাড়ার সিদ্ধান্ত নেন কাতসুমি। (ছবি: সংগৃহীত)
advertisement
7/7
ভারত ছাড়ার পর এখন কোথায় হারিয়ে গেলেন কাতসুমি? কী করছেন? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা। তবে আপনারা জানলে খুশি হবেন বয়স বেড়েছে , ধার আগের থেকে কমেছি ঠিকই কিন্তু এখনও ফুটবল ছাড়েননি। বর্তমানে তোহকু সকার লিগে প্রিমেইরো ফুকুশিমা ক্লাবের হয়ে খেলেন কাতসুমি। (ছবি: সংগৃহীত)