ICC World Cup: ফের কবে ভারতের মাটিতে হবে বিশ্বকাপ? বেশি অপেক্ষা করতে হবে না ফ্যানেদের, জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
When will India host ICC World Cup again: বিশ্বকাপ হারের পর হতাশ ভারতীয় ক্রিকেট ফ্যানেরা।সকলের মনে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে ফের কবে ভারতের মাটিতে হবে বিশ্বকাপ। বেশি অপেক্ষা করতে হবে না ফ্যানেদের।
advertisement
1/7

সদ্য শেষ হয়েছে আইসিসি একদিনের বিশ্বকাপ ২০২৩। এবারের বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। যার ফলে হতাশ ভারতীয় ক্রিকেট ফ্যানেরা।
advertisement
2/7
সকলের মনে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে ফের কবে ভারতের মাটিতে হবে বিশ্বকাপ। তবে এই বিষয়ে ফ্যানেদের হতাশ হওয়ার বেশি কিছু নেই। কারণ তাদের বেশি অপেক্ষা করতে হবে না। কারণ ফের ভারতে রয়েছে বিশ্বকাপ।
advertisement
3/7
প্রথম তিনটি বিশ্বকাপ হয়েছিল ইংল্যান্ডে। কিন্তু এখন এটা সম্ভব নয় যে পরবর্তী বিশ্বকাপও একই দেশে আয়োজন করা হবে। সাধারণত একটি দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার পর একই দেশে বিশ্বকাপ আয়োজন করতে কমপক্ষে ৮ থেকে ১২ বছরের ব্যবধান থাকে।
advertisement
4/7
১৯৮৭ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের বাইরে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। সেবার ভারত ও পাকিস্তান যৌথভাবে আয়োজন করেছিল বিশ্বকাপ। তারপর ভারতে দ্বিতীয় বিশ্বকাপ হয়েছিল ১৯৯৬ সালে। সেবার ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বকাপ।
advertisement
5/7
১৯৯৬ সালের পর ভারতকে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছিল। ১৯৯৬-এর পর ২০১১ সালে ভারতের মাটিতে হয়েছিল বিশ্বকাপ। ভারতের সঙ্গে বাংলাদেশ যৌভভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল। ২০১১-তে এমএস ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত।
advertisement
6/7
এরপর ২০২৩-এ সদ্য শেষ হল ওডিআই বিশ্বকাপ। ভারতীয় ভক্তদের জন্য সুখবর হল, ২০৩১ সালের বিশ্বকাপ ভারতেই অনুষ্ঠিত হবে। ২০৩১ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ।
advertisement
7/7
এছাড়া ২০২৬ সালে একসঙ্গে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ফলে আগামি ৮ বছরের মধ্যে দুবার ভারতের মাটিতে দুটি আলাদা ফর্ম্যাটে বিশ্বকাপ জেতার সুযোগ থাকছে টিন ইন্ডিয়ার সামনে।