Super Cup Champion East Bengal: সোমে কখন শহরে আসছে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, থাকছে কী কী কর্মসূচি, জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
East Bengal Kalinga super Cup 2024 Champion:ওড়িশা থেকে ট্রফি নিয়ে কখন শহরে পা রাখবে কার্লোস কুয়াদ্রাতের দল সেই অপেক্ষাতেই রয়েছেন ফ্য়ানেরা। কখন কলকাতায় আসছে ইস্টবেঙ্গল দল, কী কী কর্মসূচি রয়েছে চলুন জেনে নেওয়া যাক।
advertisement
1/5

কলিঙ্গ সুপার কাপের রদ্ধশ্বাস ফাইনালে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গলল। দীর্ঘ ১২ বছরের ট্রফির খরা কেটেছে ময়দানের লাল-হলুদ তাবুর। (ছবি সৌ: ইস্টবেঙ্গল ফেসবুক)
advertisement
2/5
কলিঙ্গ স্টেডিয়ামে ১২০ মিনিটের টানটান লড়াইয়ের পর শেষ বাঁশি বাজতেই আবেগ ও উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে লাল-হলুদ জনতার। রাতভর সেলিব্রেশনে মেতেছেন ফ্যানেরা। (ছবি সৌ: ইস্টবেঙ্গল ফেসবুক)
advertisement
3/5
ওড়িশা থেকে ট্রফি নিয়ে কখন শহরে পা রাখবে কার্লোস কুয়াদ্রাতের দল সেই অপেক্ষাতেই রয়েছেন ফ্য়ানেরা। কখন কলকাতায় আসছে ইস্টবেঙ্গল দল, কী কী কর্মসূচি রয়েছে চলুন জেনে নেওয়া যাক। (ছবি সৌ: ইস্টবেঙ্গল ফেসবুক)
advertisement
4/5
ইমামি ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে বিকেল ৩.৩০ নাগাদ কলকাতায় পৌছবে গোটা দল। বিমান বন্দরেই তাদের সংবর্ধনা দেওয়া হবে। হাজারে হাজারে ফ্যানও অপেক্ষা করবে চ্যাম্পিয়নদের জন্য। (ছবি সৌ: ইস্টবেঙ্গল ফেসবুক)
advertisement
5/5
বিমান বন্দর থেকে ফ্যানেদের ভালবাসায় ভেসে ময়দামের ক্লাব তাবুতে পৌছনে ইস্টবেঙ্গল। সেখানে পতাকা উত্তোলন হবে বিকেল ৪টে নাগাদ। ক্লাবে চলবে মিষ্টিমুখও। আজ এই দলের বেশির ভাগ ফুটবলার বুঝতে পারবেন ফ্য়ানেদের ভালবাসা কাকে বলে। (ছবি সৌ: ইস্টবেঙ্গল ফেসবুক)