IPL 2025: গোটা আইপিএল শেষ! বলুন তো, আইপিএলের ট্রফিতে 'চারটে শব্দে' কী লেখা থাকে?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
IPL 2025 Final- আইপিএল ট্রফির গায়ে লেখা থাকে- ‘যত্র প্রতিভা অবসর প্রাপনোতিথি।’ সংস্কৃতে এই চারটির শব্দই লেখা থাকে ট্রফির গায়ে।
advertisement
1/6

১৮ বছর ধরে চলছে আইপিএল। কখনও খেয়াল করেছেন, আইপিএলের ট্রফির গায়ে চারটে শব্দে কী লেখা থাকে! অনেকেই জানেন না, আইপিএল ট্রফির গায়ে লেখা থাকে সংস্কৃতে চারটি শব্দ।
advertisement
2/6
আইপিএল ২০২৫ ফাইনাল খেলছে পঞ্জাব কিং ও আরসিবি। যে-ই জিতুক না কেন, আইপিএল এবার পাবে নতুন চ্যাম্পিয়ন। পঞ্জাবকে ১৯১ রানের টার্গেট দিয়েছে আরসিবি। বলে রাখা ভাল, আইপিএল ফাইনালে এখনও ২০০ রান তাড়া করে কোনও দল জেতেনি।
advertisement
3/6
এতগুলো বছর ধরে আইপিএলের গরিমায় একটুও কমতি দেখা যায়নি. বরং যত বয়স বাড়ছে, আইপিএলের জৌলুস বাড়ছে। অন্তত আইপিএলের ভিউ রেকর্ড তো তাই বলে। এবারও যেমন রেকর্ড সংখ্যক মানুষ আইপিএল দেখেছেন।
advertisement
4/6
আপনিও নিশ্চয়ই আইপিএল দেখেন নিয়মিত। তা হলে বলতে পারবেন, আইপিএল ট্রফির গায়ে কী লেখা থাকে! আইপিএল ট্রফির গায়ে চারটে শব্দ লেখা থাকে। সংস্কৃতে। তবে অনেকেই সেই চারটে শব্দ কী তা জানেন না। আজ আমরা সেই তথ্যই আপনাদের জানাব।
advertisement
5/6
আইপিএল ট্রফির গায়ে লেখা থাকে- ‘যত্র প্রতিভা অবসর প্রাপনোতিথি।’ সংস্কৃতে এই চারটির শব্দই লেখা থাকে ট্রফির গায়ে।
advertisement
6/6
বাংলায় তর্জমা করলে যার মানে দাঁড়ায়, 'প্রতিভার সুযোগের সদ্ব্যবহারের মঞ্চ’। অর্থাৎ আইপিএলের এই মঞ্চ আসলে তরুণদের প্রতিভা দেখানোর মঞ্চ।