৬৫০ জন মহিলার সঙ্গে রাত কাটান! ৫০০ বান্ধবী! এই ক্রিকেটারের কাছে নারীসঙ্গ 'জলভাত'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Tino Best: নারীসঙ্গ এই ক্রিকেটারের কাছে যেন ছেলেখেলা!
advertisement
1/8

তাঁকে অনেকেই ভালবেসে নাম দিয়েছেন- ব্ল্যাক ব্র্যাড পিট। তিনি যেন মহিলাদের কাছে বিশেষ আকর্যণ! না হলে কেউ ৬৫০ জন মহিলার সঙ্গে রাত কাটাতে পারে!
advertisement
2/8
প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্ন নারীসঙ্গ ভালবাসতেন। তিনি সে কথা স্বীকারও করতেন। তবে অনেকেই এই ক্রিকেটারের কথা জানেন না।
advertisement
3/8
ওয়েস্ট ইন্ডিজের টিনো বেস্ট নিজের লেখা বইতে জানিয়েছেন, তিনি ৬৫০ জন মহিলার সঙ্গে রাত কাটিয়েছেন। তার মধ্যে অনেক বিদেশী মহিলাও রয়েছেন।
advertisement
4/8
টিনো বেস্ট দাবি করেছেন, তাঁর মাথায় চুল না থাকলেও তিনিই এই পৃথিবীর সব থেকে সুন্দর ন্যাড়া পুরুষ। তিনি বলেছেন, নারিসঙ্গ তাঁর কাছে জলভাত।
advertisement
5/8
টিনো বেস্ট আরও দাবগি করেছেন, তাঁকে দেখে অনেক সতীর্থ বিদেশ সফরে গিয়ে নারীসঙ্গ উপভোগ করতে শুরু করেন। তিনি ছিলেন সেই সব সতীর্থদের কাছে রোলমডেল।
advertisement
6/8
টিনো ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৪ সালে। দেশের হয়ে ক্রিকেটের তিনটি ফরম্যাটে খেলারই সুযোগ পেয়েছেন তিনি।
advertisement
7/8
টিনো আরও দাবি করেছেন, তাঁর ৫০০-র বেশি সুন্দরী বান্ধবী ছিলষ প্রত্যেকের সঙ্গেই তিনি রাত কাটিয়েছেন।
advertisement
8/8
দেশের হয়ে ২৫টি টেস্ট, ২৩টি একদিনের ম্যাচ ও ৬টি টি২০ খেলেছেন। তবে বরাবরই মাঠের বাইরের কাণ্ড নিয়ে তিনি আলোচনায় থাকতেন।