TRENDING:

Wedding Card Of Snehasis Ganguly: শহরে থেকেও ভাসুরের বিয়েতে থাকা হচ্ছে না ডোনার, সৌরভও থাকছেন না স্নেহাশিসের বিয়েতে, সামনে এল CAB প্রেসিডেন্টের বিয়ের কার্ড

Last Updated:
Wedding Card Of Snehasis Ganguly: সৌরভের দাদার দ্বিতীয় বিয়েতে কারা হচ্ছেন অতিথি, কার্ডই বা কেমন, রইল বিয়ের কার্ডের এক্সক্লুসিভ ফটো৷
advertisement
1/10
শহরে থেকেও বিয়েতে থাকা হচ্ছে না ডোনার, সৌরভও থাকছেন না স্নেহাশিসের বিয়েতে
Wedding Card Of Snehasis Ganguly: গঙ্গোপাধ্যায় পরিবারে ফের বিয়ের সানাই৷ না পরের প্রজন্ম নয়,  আবার বিয়ে করছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়৷ পাত্রীর নাম অর্পিতা চট্টোপাধ্যায়৷
advertisement
2/10
সৌরভের দাদা স্নেহাশিসের গঙ্গোপাধ্যায়ের রবিবার দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান। ৫৯ বছরের সিএবি সভাপতির পাত্রী বছর ৪৭ এর  অজন্তা সুশ-র মালিকের প্রাক্তন স্ত্রী। বেহালার ডায়মন্ড প্লাজা অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে বিয়ে হবে। মধ্যাহ্নে রেজিস্ট্রি অনুষ্ঠান। তবে সৌরভ,ডোনা কেউ থাকছেন না রেজিস্ট্রি বিয়ের অনুষ্ঠানে৷
advertisement
3/10
শ্রীলঙ্কাতে আইসিসির বৈঠক সেই জন্যে থাকতে পারছেন না সৌরভ। এদিকে থাকা হচ্ছে না বাড়ির অন্য বউ ডোনারও৷  বাড়িতে গুরু পূর্ণিমার পুজো, তাই নেই ডোনা।
advertisement
4/10
শারীরিক অসুস্থতার কারণে থাকবেন না স্নেহাশিস ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়।  অর্থাৎ নানা আলাদা কারণে রবিবার গঙ্গোপাধ্যায় পরিবারের কেউই থাকছেন না।
advertisement
5/10
তবে আমন্ত্রিত তালিকায় ১৫-২০ জন রয়েছেন। রিসেপশন অনুষ্ঠান হবে আগামী মাসের ৭ তারিখ। আইটিসির সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে আরএসভিপি হিসেবে সৌরভ এবং ডোনার নাম রয়েছে।
advertisement
6/10
বিয়ের কার্ড নিয়ে সকলের মধ্যেই প্রবল আগ্রহ তৈরি হয়েছে৷ নিউজ ১৮ বাংলার হাতে এসেছে সেই বিয়ের রিসেপশনের কার্ডের ফটো৷ দেখে নিন সেই কার্ডে পাত্র -পাত্রীর পরিচয় দেওয়া রয়েছে৷ 
advertisement
7/10
স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায় তাঁর সঙ্গে বিয়ে ভাঙার সময় তিক্ততা ছড়ায়৷ কারণ স্নেহাশিসের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছিলেন তাঁর স্ত্রী৷
advertisement
8/10
স্নেহাশিসের প্রথম পক্ষের একটি মেয়ে রয়েছে সে এখন বিদেশে কর্মরত৷
advertisement
9/10
স্নেহাশিসের ভাবী  স্ত্রী  আগে  অজন্তা ফুটওয়্যারের  মালিকের বউ ছিলেন৷ বিয়েতে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের হয়ে রেজিস্ট্রিতে সই করবেন সঞ্জয় দাস৷ ছায়া প্রকাশনীতে শালিনী বিশ্বাস স্নেহাশিসের ভাবী স্ত্রীয়ের হয়ে সই করবেন৷
advertisement
10/10
ম্যাজিস্ট্রেট সূত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদার বিয়ের নানা তথ্য সামনে এসেছে৷
বাংলা খবর/ছবি/খেলা/
Wedding Card Of Snehasis Ganguly: শহরে থেকেও ভাসুরের বিয়েতে থাকা হচ্ছে না ডোনার, সৌরভও থাকছেন না স্নেহাশিসের বিয়েতে, সামনে এল CAB প্রেসিডেন্টের বিয়ের কার্ড
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল