TRENDING:

ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে মাথায় হাত দুই অধিনায়কেরই, ‘বড়’ চিন্তার মেঘ সরছেই না

Last Updated:
Weather Update: বৃষ্টির অশনি সংকেতে আতঙ্কে প্রহর গোনা শুরু
advertisement
1/4
ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে মাথায় হাত দুই অধিনায়কেরই, ‘বড়’ চিন্তার মেঘ !
#মেলবোর্ন:  ভারত বনাম পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের লড়াই করার জন্য ফুটছে৷ ২৩ অক্টোবর নিজেদের স্ট্র্যাটেজি নিয়ে একের পর এক প্ল্যানিং করছে কিন্তু শনি হতে চলেছে  বৃষ্টি৷ এমনকি শনিবার নির্দিষ্ট সময়ে অনুশীলনও সারতে পারল না ভারত ও পাকিস্তান দল৷ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে মেলবোর্ন পৌঁছে গেছে ভারত৷ Photo- File 
advertisement
2/4
টি টোয়েন্টি বিশ্বকাপে  ভারত বনাম পাকিস্তান ম্যাচের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে৷ কিন্তু বৃষ্টির অশনি সংকেতে একেবারে মন মরা ফ্যানরা৷ মেলবোর্নে রবিবারের মেগা ইভেন্টে মেলবোর্নের ওয়েদার আপডেটে বৃষ্টির চান্স ৯০ শতাংশ৷ Photo Courtesy- Australian Government /Bureau of Merteorology 
advertisement
3/4
অস্ট্রেলিয়ার সরকারি আবহাওয়ার সাইট  মেলবোর্নের ওয়েদার আপডেটে জানিয়েছে বৃষ্টির চান্স প্রবল৷ মূলত বৃষ্টির আশঙ্কা বিকেল ও সন্ধ্যার দিকে৷ শুধু বৃষ্টিই নয় উত্তরপূর্ব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷ ১৫ থেকে ২৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বায়ু প্রবাহিত হচ্ছে, পাশাপাশি সেটা সন্ধ্যার দিকে ২০ থেকে ৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বায়ু বইবে৷ Photo Courtesy- Australian Government /Bureau of Merteorology 
advertisement
4/4
ভারত বনাম পাকিস্তান ম্যাচ অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা তে হবে৷ যা ভারতীয় সময় অনুসারে বেলা ১.৩০ এ৷ খেলার ফলাফল আসার জন্য অন্তত ৫ ওভার করে দু পক্ষকেই খেলতেই হবে৷ গ্রুপ পর্বের এই খেলা না হলে পরে আর খেলার সম্ভাবনা নেই কারণ কোনও রিজার্ভ ডে নেই৷ একমাত্র ফাইনাল ও সেমিফাইনালে রিজার্ভ ডে রাখা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য৷ Photo Courtesy- Windy 
বাংলা খবর/ছবি/খেলা/
ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে মাথায় হাত দুই অধিনায়কেরই, ‘বড়’ চিন্তার মেঘ সরছেই না
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল