ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে মাথায় হাত দুই অধিনায়কেরই, ‘বড়’ চিন্তার মেঘ সরছেই না
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Update: বৃষ্টির অশনি সংকেতে আতঙ্কে প্রহর গোনা শুরু
advertisement
1/4

#মেলবোর্ন: ভারত বনাম পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের লড়াই করার জন্য ফুটছে৷ ২৩ অক্টোবর নিজেদের স্ট্র্যাটেজি নিয়ে একের পর এক প্ল্যানিং করছে কিন্তু শনি হতে চলেছে বৃষ্টি৷ এমনকি শনিবার নির্দিষ্ট সময়ে অনুশীলনও সারতে পারল না ভারত ও পাকিস্তান দল৷ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে মেলবোর্ন পৌঁছে গেছে ভারত৷ Photo- File
advertisement
2/4
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে৷ কিন্তু বৃষ্টির অশনি সংকেতে একেবারে মন মরা ফ্যানরা৷ মেলবোর্নে রবিবারের মেগা ইভেন্টে মেলবোর্নের ওয়েদার আপডেটে বৃষ্টির চান্স ৯০ শতাংশ৷ Photo Courtesy- Australian Government /Bureau of Merteorology
advertisement
3/4
অস্ট্রেলিয়ার সরকারি আবহাওয়ার সাইট মেলবোর্নের ওয়েদার আপডেটে জানিয়েছে বৃষ্টির চান্স প্রবল৷ মূলত বৃষ্টির আশঙ্কা বিকেল ও সন্ধ্যার দিকে৷ শুধু বৃষ্টিই নয় উত্তরপূর্ব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷ ১৫ থেকে ২৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বায়ু প্রবাহিত হচ্ছে, পাশাপাশি সেটা সন্ধ্যার দিকে ২০ থেকে ৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বায়ু বইবে৷ Photo Courtesy- Australian Government /Bureau of Merteorology
advertisement
4/4
ভারত বনাম পাকিস্তান ম্যাচ অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা তে হবে৷ যা ভারতীয় সময় অনুসারে বেলা ১.৩০ এ৷ খেলার ফলাফল আসার জন্য অন্তত ৫ ওভার করে দু পক্ষকেই খেলতেই হবে৷ গ্রুপ পর্বের এই খেলা না হলে পরে আর খেলার সম্ভাবনা নেই কারণ কোনও রিজার্ভ ডে নেই৷ একমাত্র ফাইনাল ও সেমিফাইনালে রিজার্ভ ডে রাখা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য৷ Photo Courtesy- Windy