Ind vs SL: ভিভিএস লক্ষ্মণের ‘গুরুমন্ত্র’ নিয়ে শ্রীলঙ্কা পারি দিল হরমনপ্রীত এন্ড কোং
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারতীয় মহিলা ক্রিকেট দল নিউজিল্যান্ডে আয়োজিত ২০২২ ওয়ানডে ওয়ার্ল্ড কাপের মিতালি রাজ ও ঝুলন গোস্বামীকে ছাড়া প্রথম টুর্নামেন্ট খেলতে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল৷
advertisement
1/6

#বেঙ্গালুুরু: হরমনপ্রীত কউরের অধিনায়কত্বে ভারতীয় মহিলা দল রবিবার ১৯ জুন শ্রীলঙ্কা সফরের জন্য (India women tour OF Sri Lanka) পৌঁছে গেল৷ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা পৌঁছনোর পর ভারতীয় অধিনায়ক সহ ৪ আলাদা আলাদা মহিলা ক্রিকেটার ফটো নিজেদের অফিসিয়াল ট্যুইটারে শেয়ার করেছেন৷ প্রথম ছবিতে অধিনায়ক হরমনপ্রীত কউর এয়ারপোর্টের বাইরে বেরোচ্ছেন দেখা যাচ্ছে৷ (SLC/Twitter)
advertisement
2/6
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দ্বিতীয় ছবি স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) শেয়ার করেছে৷ মন্ধানা এয়ারপোর্ট থেকে জিনিসপত্র বার করেছেন৷ প্রতিটা মহিলা ক্রিকেটার নিজেদের মুখ সাদা-কালো মাস্ক পরেছেন৷ (SLC/Twitter)
advertisement
3/6
ভারতীয় মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND w vs SL w ) ৩ টি টিয়োন্টি এবং ৩ ওয়ানডে ইন্টারন্যাশানাল ম্যাচের সিরিজ খেলছে৷ সফরের শুরু টি টোয়েন্টি সিরিজ দিয়ে হবে৷ সিরিজের প্রথম টি টোয়েন্টি ২৩ জুন ডাম্বুলা তে খেলা হবে৷ এরপরে ওয়ানডে সিরিজ খেলা হবে৷ ওয়ানডে সিরিজ তিন ম্যাচ ১ থেকে ৭ জুলাই অবধি পল্লেকাল খেলা যাবে৷ (SLC/Twitter)
advertisement
4/6
ভারত এবং শ্রীলঙ্কা (India Women vs Sri Lanka Women) মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ২৩ , এবং ২৫, তৃতীয় ২৭ জুন খেলা হয়৷ এরপরে ১, ৪, ৭ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ খেলা হয়৷ (SLC/Twitter)
advertisement
5/6
ন্যাশানাল ক্রিকেট অ্যাকেডেমি (National Cricket Academy) প্রধান ভিভিএস লক্ষ্মণ ভারতীয় দল শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে দেখা করেন৷ মিতালি রাজ ক্রিকেটকে বিদায় জানানোর পর অধিনায়ক হরমনপ্রীত কউর সিরিজের ভারতের অধিনায়কত্ব করবেন৷ (BCCIWomen/Twitter)৷
advertisement
6/6
ভারতীয় মহিলা ক্রিকেট দল নিউজিল্যান্ডে আয়োজিত ২০২২ ওয়ানডে ওয়ার্ল্ড কাপের মিতালি রাজ ও ঝুলন গোস্বামীকে ছাড়া প্রথম টুর্নামেন্ট খেলতে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল৷ (AFP)