TRENDING:

রূপের তুফান তোলা সুন্দরী, করেন দারুণ সাহসী কাজ, কার বউ জানেন, রইল ফটো

Last Updated:
ফাফের স্ত্রীও একজন সমাজকর্মী। তিনি ক্যান্সার রোগের বিরুদ্ধে সচেতনতা ছড়ায়।
advertisement
1/8
রূপের তুফান তোলা সুন্দরী, করেন দারুণ সাহসী কাজ, কার বউ জানেন, রইল ফটো
ফাফ ডুপ্লেসিসের স্ত্রীর নাম ইমারি ভিসার। যিনি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। রূপের তুফান তোলা সুন্দরী, তাঁর সৌন্দর্য্য নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। (Pic Credit: Imari Vissere Instagram)
advertisement
2/8
ইমরি তাঁর স্বামী ফাফের কেমিস্ট্রিও দারুণ। দুই কন্যার মা ইমরিকে দেখে কোনওভাবেই বোঝা যায় না৷  (Pic Credit: Imari Vissere Instagram)
advertisement
3/8
ডুপ্লেসিস ২০১৩ সালে ইমারিকে বিয়ে করেন। বিয়ের আগে অনেক দিন ইমারির সঙ্গে ডেট করেছিলেন ফাফ। (Pic Credit: Imari Vissere Instagram)
advertisement
4/8
দীর্ঘ সম্পর্কের পর দুজনেই বিয়ে করেন। (Pic Credit: Imari Vissere Instagram)
advertisement
5/8
২০১৭ সালে ইমরি  কন্যা সন্তানের জন্ম দেন। ২০২০ সালে তিনি আরও এক কন্যা সন্তানের জন্ম দেন। ইমারি পেশায় একজন নেটওয়ার্ক মার্কেটিং ম্যানেজার। যিনি দক্ষিণ আফ্রিকার একটি কোম্পানিতে কাজ করেন। সে ছবি তুলতেও খুব পছন্দ করে। (Pic Credit: Imari Vissere Instagram)
advertisement
6/8
ফাফের স্ত্রীও একজন সমাজকর্মী। তিনি ক্যান্সার রোগের বিরুদ্ধে সচেতনতা ছড়ায়।
advertisement
7/8
এ ছাড়া তিনি এমন একটি সংগঠনের সঙ্গে যুক্ত। পাশাপাশি তিনি রেপ হয়ে যাওয়া মহিলাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ করেন। (Pic Credit: Imari Vissere Instagram)
advertisement
8/8
ফাফের স্ত্রী ফটোগ্রাফি খুব পছন্দ করেন। ইন্সটায় তাঁর  নাম রেখেছেন Imagesbymari। তিনি ভেগা স্কুল অফ লার্নড ফটোগ্রাফি থেকে ফটোগ্রাফি শিখেছিলেন। (Pic Credit: Imari Vissere Instagram)
বাংলা খবর/ছবি/খেলা/
রূপের তুফান তোলা সুন্দরী, করেন দারুণ সাহসী কাজ, কার বউ জানেন, রইল ফটো
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল