IND vs ENG: সুন্দরের ভেলকিতে কুপকাত ইংল্যান্ড! লর্ডস জয় করতে ভারতের টার্গেট ১৯৩
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 3rd Test: চতুর্থ দিনে দুরন্ত বোলিং ভারতীয় দলের। দিনের শুরুতে আগুনে পেস ও তারপর স্পিনের ছোঁবলে কুপকাত ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য ভারতের টার্গেট ১৯৩।
advertisement
1/5

চতুর্থ দিনে দুরন্ত বোলিং ভারতীয় দলের। দিনের শুরুতে আগুনে পেস ও তারপর স্পিনের ছোঁবলে কুপকাত ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য ভারতের টার্গেট ১৯৩।
advertisement
2/5
প্রথম ইনিংসে দুই দলই ৩৮৭ রান করে। তৃতীয় দিনের শেষে মাত্র ১ ওভার ব্যাটিং করেছিল ইংল্যান্ড। কিন্তু চতুর্থ দিনের সকালে দুরন্ত বোলিং করে ভারতীয় বোলাররা। লাঞ্চ পর্যন্ত শিকার করেন ইংল্যান্ডের ৪টি উইকেট।
advertisement
3/5
দিনের প্রথম দুটি উইকেট নেন মহম্মদ সিরাজ। বেন ডাকেট ও অলি পোপের উইকেট নেন তিনি। এরপর জ্যাক ক্রলির উইকেট নেন নীতিশ কুমার রেড্ডি। হ্যারি ব্রুককে বোল্ড করেন আকাশ দীপ।
advertisement
4/5
লাঞ্চের পর ইংল্যান্ডের আরও দুটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। জো রুট ও বেন স্টোকস ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যা দলের স্কোর বোর্ড। তাদের ৬৭ রানের পার্টনারশিপ কিছুটা চিন্তা বাড়িয়েছিল ভারতের। জো রুটকে ৪০ ও সেমি স্মিথকে ৮ রানে বোল্ড করে ভারতকে ফের ম্যাচে ফেরান ওয়াশিংটন সুন্দর।
advertisement
5/5
চা বিরতির পর ইংল্যান্ডের ইনিংসে ধস নামে। জসপ্রীত বুমরাহ ক্রিস ওকস ও ব্রাইডন কার্সকে আউট করেন। বেন স্টোকস ও শোয়েব বশিরের উইকেট নেন সুন্দর। ভারতের সামনে ১৯৩ রান করে সিরিজে ২-১ লিড নেওয়ার সুযোগ।