Grey Divorce: বিচ্ছেদের নতুন পথ গ্রে ডিভোর্স! সেহওয়াগ-আরতির বিয়ে ভাঙছে একই ভাবে, গ্রে ডিভোর্স কী?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Grey Divorce: সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বিস্ফোরক ব্যাটার বীরেন্দ্র সেহওয়াগ এবং আরতির মধ্যে বিবাহ-বিচ্ছেদের জল্পনা চরমে। কী এই গ্রে ডিভোর্স?
advertisement
1/6

সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বিস্ফোরক ব্যাটার বীরেন্দ্র সেহওয়াগ এবং আরতির মধ্যে বিবাহ-বিচ্ছেদের জল্পনা চরমে।
advertisement
2/6
দীর্ঘ প্রেমের পরে ২০০৪ সালে আরতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তৎকালীন বিস্ফোরক ব্যাটার বীরেন্দ্র সেহওয়াগ। ২১ বছর পরে তাঁদের সম্পর্ক নিয়ে ভাঙতে চলেছে, এমনই খবর চর্চায়।
advertisement
3/6
দীর্ঘ প্রেমের পরে ২০০৪ সালে আরতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তৎকালীন বিস্ফোরক ব্যাটার বীরেন্দ্র সেহওয়াগ। ২১ বছর পরে তাঁদের সম্পর্ক নিয়ে ভাঙতে চলেছে, এমনই খবর চর্চায়।
advertisement
4/6
কী এই গ্রে-ডিভোর্স?যখন দীর্ঘ সময়ে বিবাহবন্ধনে থাকা কোনও জুটি বয়সে প্রৌঢ় হওয়ার সঙ্গে সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়, তখন তাঁকে গ্রে ডিভোর্স বলে। গ্রে ডিভোর্স এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
advertisement
5/6
তবে গ্রে ডিভোর্সের ক্ষেত্রে সম্পর্ক ভাঙার জন্য আইনি জটিলতাগুলির মুখোমুখি হতেই হয়। সেই সঙ্গে মিউচুয়াল ডিভোর্স না হলে, খোরপোষের বিষয়টিতেও নজর দিতে হয়।
advertisement
6/6
বিদেশে বহু দিন ধরেই বেশ জনপ্রিয় গ্রে ডিভোর্স। মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটসও দীর্ঘ সময় ধরে বিবাহিত থাকার পর তালাক নিয়ে স্ত্রী থেকে আলাদা হয়েছিলেন।