TRENDING:

Virat Kohli Supports Mohammad Shami: 'ভীতু, মেরুদণ্ডহীনরা গর্তে লুকিয়ে আক্রমণ করছে', শামির সমর্থনে এবার কোহলি

Last Updated:
Virat Kohli Supports Mohammad Shami: কোহলি প্রচণ্ড ক্ষোভে বললেন, 'ধর্মকে ঢাল করে যারা আক্রমণ করে তাদের কথা আমাদের কানে ঢোকে না।'
advertisement
1/6
'ভীতু, মেরুদণ্ডহীনরা গর্তে লুকিয়ে আক্রমণ করছে', শামির সমর্থনে এবার কোহলি
টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৩.৫ ওভারে ৪৩ রান দিয়েছিলেন মহম্মদ শামি। পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে ম্যাচ হারে ভারতীয় দল। সেই হারের পর শামিকে কাঠগড়ায় তুলেছিলেন কিছু উগ্র সমর্থক। যেন সেই ম্যাচ ভারতীয় দল হেরেছিল একা শামির জন্যই। তার জন্য শামিকে দেশদ্রোহী, গদ্দারের মতো শব্দগুলি শুনতে হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করা হয় শামিকে।
advertisement
2/6
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় বোলাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। তা হলে একা কেন শামির ঘাড়ে দোষ! এই প্রশ্নের উত্তর হয়তো শামি নিজেও খুঁজেছেন। শামির সমর্থনে এগিয়ে এসেছিলেন ভারতীয় দলের প্রাক্তন তারকারা। এবার এগিয়ে এলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।
advertisement
3/6
বিরাট কোহলি এদিন বলেছেন, কিছু মানুষ নিজেদের পরিচয় লুকিয়ে আক্রমণ করছে। তারা ভীতুস, মেরুদণ্ডহীন। গর্তে লুকিয়ে এসব করছে। এটাই তাদের একমাত্র বিনোদন হয়ে উঠেছে। আমরা বাইরের লোকের কথা শুনি না। আপাতত মাঠের খেলায় ফোকাস করছি আমরা।
advertisement
4/6
কোহলি আরও বলেন, আমরা মাঠে খেলি মহত্ উদ্দেশ্য নিয়ে। কিছু মানুষ মাঠের বাইরে থেকে পরিচয় লুকিয়ে আক্রমণ করছে। প্রতিটি মানুষের নিজের মতপ্রকাশের অধিকার রয়েছে। কিন্তু ধর্মকে সামনে এনে এমন আক্রমণ কুরুচিকর।
advertisement
5/6
এর পরই শামির সমালোচকদের একহাত নিয়ে কোহলি বলেন, এসব অকারণ আক্রমণ আমাদের ভাতৃত্ববোধে প্রভাব ফেলবে না। ধর্মকে ঢাল করে যাঁরা কুরুচিকর আক্রমণ করে তাদের কথা আমাদের কানে ঢোকে না। আমাদের দলে এসব কথার কোনও প্রভাব পড়ে না। বাইরের লোকের কথায় আমরা কানে দিই না।
advertisement
6/6
পাকিস্তান ম্যাচে হারের পর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচই কোহলিদের কাছে মরণ-বাঁচনের হয়ে উঠেছে। ফলে আপাতত টিম ইন্ডিয়া নিউ জিল্যান্ড ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না। শামিও পাকিস্তান ম্যাচ পিছনে ফেলে প্রস্তুতি সারছেন। কোহলির সমর্থন অবশ্য তাঁর মনোবল আরও কিছুটা বাড়িয়ে দেবে।
বাংলা খবর/ছবি/খেলা/
Virat Kohli Supports Mohammad Shami: 'ভীতু, মেরুদণ্ডহীনরা গর্তে লুকিয়ে আক্রমণ করছে', শামির সমর্থনে এবার কোহলি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল