TRENDING:

Virat Kohli Salary: ট্যাক্স কেটে কত টাকা স্যালারি পান কোহলি? যা চুক্তির থেকে অনেক কম! ১৮ বছরে আইপিএল থেকে বিরাটের আয় কত?

Last Updated:
Virat Kohli Salary In IPL 2025 How Much Tax Will He Pay: আপনি কি জানেন আইপিএল থেকে কত টাকা স্যালারি পান কোহলি? কত টাকা ট্যাক্স দিতে হয় বিরাটকে? ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত আইপিএল থেকে মোট কত টাকা আয় করেছেন আরসিবি তারকা? সব তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।
advertisement
1/7
ট্যাক্স কেটে কত স্যালারি পান কোহলি? যা চুক্তির থেকে অনেক কম! ১৮ বছরে আইপিএল থেকে কত আয়?
২০২৫ আইপিএল মরশুমে দুরন্ত শুরু করেছেন বিরাট কোহলি। কেকেআরের বিরুদ্ধে ৩৬ বলে ৫৯ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি। আইপিএলের আঙিনায় ১৮ বছর কাটিয়ে দেওয়ার পরও কোহলির নানা বিষয় নিয়ে জানার কৌতুহলের অভাব নেই ফ্যানেদের মধ্যে।
advertisement
2/7
আপনি কি জানেন আইপিএল থেকে কত টাকা স্যালারি পান কোহলি? কত টাকা ট্যাক্স দিতে হয় বিরাটকে? ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত আইপিএল থেকে মোট কত টাকা আয় করেছেন আরসিবি তারকা? সব তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।
advertisement
3/7
অনলাইন ট্যাক্স অ্যান্ড বিজনেস কনসালটেন্সি ফার্ম ‘ট্যাক্সোলজি ইন্ডিয়া’বিরাট কোহলির আইপিএল থেকে আয় সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরেছে। সেই তথ্য অনুযায়ী, ২০২১ সালে আরসিবি কোহলিকে ২১ কোটি টাকা বেতন দিচ্ছে। যা গতবারের তুলনায় ৪০ শতাংশ বেশি।
advertisement
4/7
কোহলি যেহেতু আইপিএলে আরসিবির কোনও কর্মী নয়, এই টাকাটি চুক্তি ভিত্তিক তাই এটি আয়কর আইন, ১৯৬১-এর ধারা ২৮-এর অধীনে পরে। কোহলি সর্বোচ্চ আয়কর স্ল্যাবের মধ্যে পড়েন। অর্থাৎ আয়ের ৩০ শতাংশ কর দিতে হয়। যার পরিমাণ প্রায় ৬.৩ কোটি টাকা।
advertisement
5/7
এছাডা সারচার্জ, সেস সব মিলিয়ে বিরাট কোহলিকে মোট ৮.১৯ কোটি টাকা কর দিতে হয়। এর অর্থ হল কোহলির চুক্তির ২১ কোটি টাকা থেকে ৮.১৯ কোটি টাকা ট্যাক্স বাবদ কেটে নিলে ১২.৮১ কোটি টাকা কোহলি হাতে পান।
advertisement
6/7
এছাড়া ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আইপিএলে কোহলির বেতন ছিল মাত্র ১২ লক্ষ টাকা। ২০২৫ সালে এসে টাকার সেই অঙ্ক পৌঁছেছে ২১ কোটি টাকায়। ২০১০-এর পর কোহলির বেতনে বিরাট গতিবৃদ্ধি ঘটে। ২০১১-১৩-এ তাঁর বেতন বেড়ে হয় ৮.২৮ কোটি। ২০১৪ থেকে ২০১৭ সালে তিনি রোজগার করতেন ১২.৫ কোটি।
advertisement
7/7
২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে যা পৌঁছায় ১৭ কোটি টাকায়। তবে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে তাঁর বেতন কমে ১৫ কোটিতে নেমে আসে। কিন্তু এখন তিনি ধরাছোঁয়ার বাইরে। ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত তিনি আইপিএল থেকে মোট ১৭৯.৭০ কোটি টাকা রোজগার করেছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Virat Kohli Salary: ট্যাক্স কেটে কত টাকা স্যালারি পান কোহলি? যা চুক্তির থেকে অনেক কম! ১৮ বছরে আইপিএল থেকে বিরাটের আয় কত?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল