TRENDING:

Virat Kohli's Sister In Law: বিরাট কোহলির বউয়ের সৌন্দর্য্য নিয়ে তো অনেক কথা হয়, কোহলির শ্যালিকার রূপের আগুনে জ্বলছে নেটদুনিয়া, চেনেন কি

Last Updated:
Virat Kohli's Sister In Law: ‘শালি হোতি হ্যায় আধি ঘরওয়ালি’- বিরাটের শ্যালিকার রূপ তো আগুন তার সঙ্গে রয়েছে হট গসিপও৷
advertisement
1/8
বিরাট কোহলির বউয়ের সৌন্দর্য্য নিয়ে তো অনেক কথা হয়,কোহলির শ্যালিকার রূপের আগুন
: জনপ্রিয়তার নিরিখে এখন ভারতে বলিউডের তারকাদের থেকে কয়েক গুণ এগিয়ে রয়েছেন ক্রিকেটাররা৷ এখন শুধু আর জনতার হৃদয়ে থাকেনা তাঁদের আইডলরা৷ কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ফ্যানদের অন্দরমহলে৷ সোশ্যাল মিডিয়ায় হিসেবেনিকেশ এগিয়ে রাখছে বিরাট কোহলিকে (Virat Kohli)। ইন্সটাগ্রামের তাঁর ফলোয়ার ২৭০ মিলিয়ন অর্থাৎ ২৭ কোটি। গোটা বিশ্বে তৃতীয় জনপ্রিয়তম অ্যাথলিট তিনি।
advertisement
2/8
তাঁর সামনে রয়েছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিয়োনেল মেসি-ফুটবলের দুই প্রবাদপ্রতিম নক্ষত্র। নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে থেকে লেব্রন জেমসের মত তারকারাও জনপ্রিয়তার নিরিখে ধারেকাছে নেই কিং কোহলির। জনপ্রিয়তা এবং ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে পিছিয়ে নেই বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা। অনুষ্কা দারুণ অভিনেত্রী পাশাপাশি এখনও একজন বিজনেস ওম্যান৷ এই মুহূর্তে দেশের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কাই।
advertisement
3/8
কিন্তু বিরাট ও তাঁর সুন্দরী স্ত্রীকে তো সকলেই চেনেন, কিন্তু জানেন কি বিরাটের শালী তাবড় সুন্দরী৷ বিরাটের আধি ঘরওয়ালির নাম রুহানি শর্মা৷
advertisement
4/8
নায়িকা রুহানি শর্মা একটি তামিল ফিল্ম দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এবং চিলাসাউ ফিল্ম দিয়ে তেলেগুতে আত্মপ্রকাশ করেন এবং প্রথম ছবি দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। এরপরে, তিনি তেলেগু ছবিতে কাজ চালিয়ে যাবেন। তিনি সময়ে সময়ে অন্যান্য ভাষার চলচ্চিত্রও করেন।
advertisement
5/8
খ্যাতির বিড়ম্বনা কথাটা হয়ত বড্ড সত্যি বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা’র জীবনে। তাঁদের প্রতিটি পদক্ষেপের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকতে দেখা যায় দেড়শ কোটি জনতাকে। নজরে থাকেন তাঁদের পরিবারের সদস্যরাও। কিন্তু নিজেদের জীবন থেকে নিজেদের সন্তান সব কিছু নিয়েই খুব একটা কথা বলতে চান না এই দু'জন৷
advertisement
6/8
 এবার বিরাট কোহলির শ্যালিকাকে নিয়ে গুঞ্জন এবার ছড়াল৷ দিন কয়েক আগেই  অভিনেত্রী রুহানি শর্মার রিলিজ না হওয়া সিনেমার অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়ে যাওয়ায় শিরোনামে চলে আসে৷ তাঁর নামের সঙ্গে ফের একবার বিরাট কোহলির শ্যালিকা হওয়ার বিষয়টি সবার সামনে এসে যায়৷
advertisement
7/8
রুহানি শর্মাকে যখন তাঁর কোহলি ও অনুষ্কার সঙ্গে সম্পর্কের কথা জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন, অনুষ্কা শর্মা তাঁর বোন  এবং বিরাট কোহলি তাঁর জামাইবাবু কিনা? তিনি জানেন  হ্যাঁ, এটা একটা গোপন কথা।
advertisement
8/8
তিনি আরও বলেন আমি কখনও আমার ব্যক্তিগত কথা বলিনি। আপনি কিভাবে জানলেন? আপনি জিজ্ঞাসা করছেন বলেই বলছি। অনুষ্কা শর্মা আমার বোন, বিরাট কোহলির জামাইবাবু৷  বিরাট খুব ভাল। ওঁদের সকলের সঙ্গেই আমার সম্পর্ক খুব ভাল৷
বাংলা খবর/ছবি/খেলা/
Virat Kohli's Sister In Law: বিরাট কোহলির বউয়ের সৌন্দর্য্য নিয়ে তো অনেক কথা হয়, কোহলির শ্যালিকার রূপের আগুনে জ্বলছে নেটদুনিয়া, চেনেন কি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল