Virat Kohli Leave: ছুটিতে যাচ্ছেন বিরাট, ‘কারণও’ না ভাবতে সকলকে অনুরোধ বিসিসিআইয়ের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Virat Kohli Leave: কোন ব্যক্তিগত কারণে বিরাট কোহলি ছুটিতে যাচ্ছেন তা নিয়ে বিসিসিআই পুরোপুরি মুখ বন্ধ রেখেছে৷
advertisement
1/4

ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি। বেশ লম্বা সময় ধরে দেশ জুড়ে জল্পনা চলছে ফের বাবা হতে চলেছেন তিনি পরপর দুটি টেস্টে না খেলার সিদ্ধান্তে সেই জল্পনাতেই ফের আগুন পড়ল।
advertisement
2/4
বিরাট কোহলি ব্যক্তিগত কারণ উল্লেখ করে, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন IDFC প্রথম ব্যাঙ্ক টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্ট থেকে প্রত্যাহার করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) অনুরোধ করেছেন৷ বিরাট এই ছুটির বিষয়ে অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন তারপর সিদ্ধান্ত নিয়েছেন৷ বিরাট কোহলি জানিয়েছেন যে দেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই তাঁর সর্বোচ্চ প্রায়োরিটি৷ তিনি আরও বলেছেন কিছু ব্যক্তিগত কারণের জন্য তাঁর হাজিরা থাকলেও এবং নিরবিচ্ছিন মনোযোগ দাবি করে।
advertisement
3/4
বিসিসিআই তাঁর সিদ্ধান্তকে সম্মান করে এবং বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট তারকা ব্যাটারের প্রতি তাঁর সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে৷ স্কোয়াডের বাকি সদস্যদের টেস্ট সিরিজে প্রশংসনীয় পারফরম্যান্স করার জন্য আশাবাদী বিরাট কোহলি৷ তিনি সকলকে ভাল খেলার জন্য উইশও করেছেন৷
advertisement
4/4
কোন ব্যক্তিগত কারণে বিরাট কোহলি ছুটিতে যাচ্ছেন তা নিয়ে বিসিসিআই পুরোপুরি মুখ বন্ধ রেখেছে৷ বিরাট কোহলির গোপনীয়তাকে সম্মান করার জন্য সংবাদমাধ্যম এবং ফ্যানদের অনুরোধ করা হয়েছে৷ তাঁর ব্যক্তিগত কারণ কী তা নিয়ে জল্পনা না করতে। ২৫-২৯ জানুয়ারি প্রথম টেস্ট ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে৷ অন্যদিকে দ্বিতীয় টেস্টে ২-৬ ফেব্রুয়ারি খেলা হবে৷ বিরাট কোহলির পরিবর্ত কে হবেন তা নিয়ে এখনও অবশ্য বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি৷ তবে শীঘ্রই তা জানিয়ে দেওয়া হবে৷