Cricketer's Hot Wives: ক্রিকেটারদের Super হট স্ত্রীরা যেকোনও সুন্দরীকে দাঁড় করিয়ে দিতে পারেন কয়েক গোল, Super Viral
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Cricketer's Hot Wive|Virat Kohli, Rohit Sharma, Mahendra Singh Dhoni, Jaspreet Bumrah, Harik Pandiya, Yuvraj Singh, Zaheer Khan|Anushka Sharma, Sakshi Singh Dhoni, Ritika Sachdeh, Sanjana Ganeshan, Hazel Keech, Sagarika Ghatke, Natasha Stankovik: বলে বলে যেকোনও সুন্দরীকে কয়েক গোল দিতে পারেন ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীরা
advertisement
1/8

ক্রিকেটাদের মতই তাঁদের স্ত্রীরাও কোনও অংশে কম সেলিব্রিটি নন ৷ তাঁরা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ৷ তাঁরা এতটাই হট যে যেকোনও অভিনেত্রীকে বলে বলে গোল দিতে পারে ৷ ফাইল ছবি ৷
advertisement
2/8
তালিকায় সর্ব প্রথমেই যাঁর নাম করা যায় তিনি হলেন ভারতীয় ক্রিকেট দলের একদিন ও টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) তিনি জনপ্রিয় অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে একজন প্রযোজকও বটে কিন্তু বহুদিন হল অনুষ্কাকে পর্দায় দেখতে পাওয়া যাচ্ছেনা আপাতত তিন মেয়ে ভামিকাকে নিয়েই ব্যস্ত রয়েছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/8
সাক্ষী সিং ধোনি (Sakshi Singh Dhoni) ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক ৷ ম্যানেজমেন্টের ছাত্রী সাক্ষী যেখানেই যান কাঁপিয়েদেন ৷ মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) পাশাপাশি তিনিও সোশ্যাল মিডিয়ায় কম যাননা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/8
ঋতিকা সচদেব (Ritika Sachdeh) ভারতীয় ক্রিকেট টি ২০ দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) স্ত্রী ৷ একজন ইভেন্ট ম্যানেজার ঋতিকা, আগে রোহিতের পাবলিক রিলেশনটিও দেখতেন ৷ ইনস্টাগ্রামে একটি পোষ্ট করলেই লাফিয়ে লাফিয়ে তাতে ভিউ ও এনগেজমেন্ট বৃদ্ধি পায় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/8
সঞ্জনা গণেশন স্পোর্টস অ্যাঙ্কার (Sports Anchor Sanjana Ganesan), ভারতীয় স্পিড স্টার জসপ্রীত বুমরাহর (Jaspreet Bumrah) স্ত্রী ৷ কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করেন সঞ্জনা গণেশন ৷ বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠানের সঞ্চালনাতেও দেখতে পাওয়া গিয়েছে সঞ্জনা ৷ তিনি সৌন্দর্য কোনও অংশে কম নয় ৷ পুণের বাসিন্দা এই সুন্দরীর প্রেমে বহু যুবক পড়েন ৷ তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যা অনেকটাই বেশি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
6/8
নতাশা স্ট্যানকোভিক (Natasha Stankovik) অভিনেত্রী, মডেল ৷ তিনি ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার স্ত্রী (Hardik Pandiya's wife Natasha) ৷ ইনস্টাগ্রামে তাঁর হট ছবিই বারেবারে প্রমাণ দেয় যে তিনি মোটেও অন্যদের তুলনায় পিছিয়ে নেই ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
7/8
হ্যাজেল কিচ (Hazel Keech) প্রাক্তন তারকা অলরাউন্টার যুবরাজ সিং-এর স্ত্রী (Youvaj Singh) ৷ বেশ কয়েকটি বলিউড ছবিতে কাজ করেছেন ৷ সোশ্যাল মিডিয়াতেও ফ্যান ফলোয়ার প্রচুর ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
8/8
সাগরিকা ঘাটকে (Sagrika Ghatke) তিনি ভারতের প্রাক্তন তারকা বোলার জাহির খানের স্ত্রী ৷ চকদে ইন্ডিয়া (Chak De India star Sagrika Ghatke) ছবিতে অভিনয় করেছেন জাহির খান (Zaheer Khan) ৷ দু'জনের সম্বন্ধে চর্চা সোশ্যাল মিডিয়ায় দুরন্ত গতিতে ভাইরাল হয় বারেবারে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷