Virat Kohli On Rohit Sharma: '১৫ বছরে এই প্রথম!' রোহিত শর্মাকে নিয়ে বিরাট রহস্য ফাঁস বিরাট কোহলির! শুনে চোখে জল আসবে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Virat Kohli On Rohit Sharma: বার্বাডোজের সিঁড়ি দিয়ে উঠছেন বিরাট কোহলি। চোখে জল। সেইসময় সিঁড়ি থেকে নামছিলেন রোহিত শর্মা। তখনই...
advertisement
1/7

মুম্বই: দীর্ঘ লড়াই। দাঁত দাঁত চেপা লড়াইয়ের ফসল টিম ইন্ডিয়ার T20 বিশ্বকাপ জয়। আর সেই সূত্রেই উঠে আসছে একের পর এক গল্প। বিরাট কোহলির মুখ থেকেই শোনা গেল টিম ইন্ডিয়ার অন্দরমহলের গল্প।
advertisement
2/7
বার্বাডোজের সিঁড়ি দিয়ে উঠছেন বিরাট কোহলি। চোখে জল। সেইসময় সিঁড়ি থেকে নামছিলেন রোহিত শর্মা। নিজের সহযোদ্ধা, নিজের বন্ধু বিরাটকে দেখে তাঁকে কাছে টেনে নেন। দু'হাত বাড়িয়ে বিরাটকে বুকে জড়িয়ে ধরেন ভারতীয় অধিনায়ক।
advertisement
3/7
বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দাঁড়িয়ে সেই আলিঙ্গন নিয়ে মুখ খুললেন বিরাট। তিনি বলেন, ‘বিশ্বকাপ ফাইনালে জয়ের পরে যখন আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন আমি কাঁদছিলাম। রোহিত শর্মাও কাঁদছিল। আমরা জীবনে ওই মুহূর্তটা ভুলব না।’
advertisement
4/7
এরপরই বিরাট বলেন, ''১৫ বছরে এই প্রথম আমি দেখলাম, রোহিত শর্মা কাঁদছেন। এই প্রথম আমি ওকে এত ইমোশনাল দেখলাম। এমন মুহূর্ত আমার কাছে খুব স্পেশ্যাল।''
advertisement
5/7
বিরাটের সংযোজন, ''দীর্ঘদিন ধরে আমরা এটা পাওয়ার (বিশ্বকাপ জয়ের) চেষ্টা করছি। আমরা সবসময় বিশ্বকাপ জিততে চাইতাম। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ট্রফি ফিরিয়ে আনার অনুভূতিটা দুর্দান্ত।''
advertisement
6/7
বৃহস্পতিবার মেরিন ড্রাইভ ভিকট্রি প্যারেড করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসার সময় ছাদখোলা বাসে বিরাট এবং রোহিত একসঙ্গে বিশ্বকাপ ট্রফি তুলে সেলিব্রেট করেন। দলের অন্যরা ট্রফি নিয়ে সেলিব্রেট করছিলেন বাসের ঠিক সামনে। সেখানে দাঁড়িয়ে রোহিতকে ডেকে দেন বিরাট।
advertisement
7/7
তারপর দু'জনে একসঙ্গে বিশ্বকাপ ট্রফি নিয়ে সেলিব্রেট করতে থাকেন। চিৎকার করতে থাকেন দু'জনেই। একেবারে বাচ্চাদের মতো উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন।