RCB : বিক্রি হয়ে যাচ্ছে আরসিবি, আশঙ্কাই সত্যি হল! বিরাট কোহলির দলের ভবিষ্যৎ কী? আর চার মাসের মধ্যে বড়সড় বদল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
RCB : ২০২৬ সালের ৩১ মার্চের আগেই সম্ভবত নতুন মালিক পেয়ে যেতে পারে বিরাট কোহলি, স্মৃতি মন্ধানাদের দল। আরসিবি-র মালিক গ্রেট ব্রিটেনের একটি সংস্থা। লাভের পরিমাণ কম হওয়ায় তারা আর দল ধরে রাখতে চাইছে না বলে খবর।
advertisement
1/6

১৭ বছর পর আইপিএল খেতাব জিতেছিল আইপিএল। কিন্তু তার পরই আশঙ্কা ছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা বদল হতে পারে! এবার সেই আশঙ্কাই সত্যি হওয়ার পথে। আগামী মার্চের মধ্যে আরসিবির মালিকানা বদলে যাওয়ার সম্ভাবনা প্রবল।
advertisement
2/6
২০২৬ সালের ৩১ মার্চের আগেই সম্ভবত নতুন মালিক পেয়ে যেতে পারে বিরাট কোহলি, স্মৃতি মন্ধানাদের দল। আরসিবি-র মালিক গ্রেট ব্রিটেনের একটি সংস্থা। লাভের পরিমাণ কম হওয়ায় তারা আর দল ধরে রাখতে চাইছে না বলে খবর।
advertisement
3/6
এর আগে জানা গিয়েছিল, পেরেন্ট কোম্পানি ডিয়াজিওর আরসিবির পুরুষ ও মহিলা দল বিক্রি করে দিতে চাইছে। তখন আবার ইউনাইটেড স্পিরিটস গুজব বলে বিষয়টাকে উড়িয়ে দেয়। ইউনাইটেড স্পোর্টসের তরফে বলা হয়, সংস্থার লাভের ৮.৩ শতাংশ আসে এই দুই ক্রিকেট দল থেকে। ফলে আরসিবি আর তাদের কাছে অপরিহার্য নয়।
advertisement
4/6
আরসিবি বিক্রির জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার দাম রাখা হয়েছে বলে খবর। ভারতীয় মুদ্রায় ১৭ হাজার কোটি টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবারের সঙ্গে ইউনাইটেড স্পিরিটসের কথা হয়েছে বলেও খবর। উল্লেখ্য, এই গ্লেজার পরিবারের মালিকানায় থাকা অন্যতম জনপ্রিয় ক্লাব ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
advertisement
5/6
আরও দুটি গ্রুপের নাম শোনা যাচ্ছে, যারা আরসিবি কিনতে চায় বলে আগ্রহ প্রকাশ করেছে। একটি মাহিন্দ্রা ও অপরটি কোটাক। কেপ্রি গ্লোবাল নামের এক প্রাইভেট ইকুইটি ফার্মের নামও শোনা যাচ্ছে। তবে সবটাই এখন জল্পনার স্তরে।
advertisement
6/6
২০২৫ আইপিএলে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হন বিরাট কোহলিরা। ২০২৪ সালে ডব্লিউপিএলের দ্বিতীয় মরসুমে চ্যাম্পিয়ন হন স্মৃতি মন্ধানারা। এদিকে আবার শোনা যাচ্ছে করোনা ভ্যাকসিন বানানো সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা আরসিবি কেনার ব্যাপারে এগিয়ে রয়েছে।