বিরাট কোহলিকে নিয়ে এমন 'এপ্রিল ফুল'! সারা দুনিয়া চমকে গেল, ইয়ার্কি নাকি!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli- সাম্প্রতিক সময়ে বিরাট কোহলিকে নিয়ে এমন মজা হয়তো কেউ করেনি! অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নাকি খেলবেন বিরাট কোহলি!
advertisement
1/6

বিরাট কোহলি খেলতে যাচ্ছেন বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে! কিন্তু বিসিসিআই কি তাতে রাজি হবে! মঙ্গলবার কোহলির খবর ছড়িয়ে পড়তেই এই প্রশ্নটা অনেকের মাথায় এসেছিল।
advertisement
2/6
তবে সাম্প্রতিক সময়ে বিরাট কোহলিকে নিয়ে এমন মজা হয়তো কেউ করেনি! অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নাকি খেলবেন বিরাট কোহলি! হঠাৎ করে এমন ঘোষণায় চমকে যায় গোটা বিশ্ব।
advertisement
3/6
মঙ্গলবার সকালে হঠাৎ করে বিগ ব্যাশ লিগের দল সিডনি সিক্সারের ঘোষণায় সারা ক্রিকেট দুনিয়ায় সাড়া পড়ে যায়। হঠাৎ করেই তারা লেখে- ‘কিং কোহলি। আগামী দুই মরশুমের জন্য বিরাট কোহলি সিক্সার দলের হয়ে খেলবেন।’
advertisement
4/6
বিগ ব্যাশ লিগে তিনবারের চ্যাম্পিয়ন সিডনি সিক্সার। সেই দলে স্টিভ স্মিথ খেলেন। অনেকে ভেবে নিয়েছিলেন, সেই সূত্রেই কি কোহলি বিগ ব্যাশে লিগে খেলার সিদ্ধান্ত নিলেন? তবে চমক ভাঙল কিছুক্ষণ বাদেই। সবার যখন আজকের তারিখটা মনে পড়ল।
advertisement
5/6
আজ ১লা এপ্রিল। অর্থাৎ ‘অল ফুলস ডে’। সিডনি সিক্সার পোস্ট করার কিছুক্ষণ বাদেই কমেন্ট করে- ‘এপ্রিল ফুল’। অবশ্য অনেকেই তার আগে বুঝে যান, বোকা বানানো হচ্ছে!
advertisement
6/6
২০২৫ আইপিএলের প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ৫৯ রানে অপরাজিত ছিলেন কোহলি। দ্বিতীয় ম্যাচে সিএসকে-র বিরুদ্ধে করেন ৩১ রান। টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তবে আইপিএলে এবার যে তিনি ফর্মে আছেন তা আর বলার অপেক্ষা রাখে না।