Virat Kohli : ৮০ কোটি টাকার সম্পত্তি খুব কাছের মানুষকে লিখে দিয়েছেন বিরাট! আপত্তি করেননি অনুষ্কাও! জন্মদিনে জেনে নিন 'অজানা' কোহলিকে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli : অনেকেই জানেন না, বিরাট কোহলি তাঁর নিজের সম্পত্তির একটা বড় অংশ দাদা বিকাশ কোহলিকে উপহার দিয়েছেন। প্রায় ৮০ কোটি টাকার বিলাসবহুল বাংলো দাদাকে গিফট হিসেবে দিয়েছেন কোহলি।
advertisement
1/6

কিং অফ ক্রিকেট। অনেকে আবার বলেন, কিং কোহলি। বিরাট কোহলিকে অপছন্দ করেন, এমন মানুষ বোধ হয় সারা পৃথিবীতে পাওয়া খুব কঠিন। তাঁর লড়াই করার মানসিকতা, ফিটনেস, খেলা ও দেশের প্রতি ভালবাসা মুগ্ধ করে কোটি কোটি মানুষকে। অনুপ্ররণার আরেক নাম বিরাট কোহলি। আজ সেই কিং-এর জন্মদিন।
advertisement
2/6
টেস্ট ও টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। এখন তাঁকে দেখা যায় শুধুই একদিনের ক্রিকেটে। তাঁর দুই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত এখনও মেনে নিতে পারেন না ভক্তরা। সেই কোহলি ২০২৭ বিশ্বকাপ খেলবেন কি না তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকে বলছেন, কোহলির ফিটনেস নিয়ে সমস্যা নেই। তবে বোর্ডের সঙ্গে তাঁর মনোমালিন্য অনেক হিসেব-নিকেশ গুলিয়ে দিতে পারে।
advertisement
3/6
বিরাট কোহলির ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতুহলের শেষ নেই। এখন বছরের বেশিরভাগ সময় স্ত্রী, ছেলে-মেয়ের সঙ্গে লন্ডনে থাকেন কোহলি। তা নিয়ে বিতর্কও কম হয়নি। কোহলি যে কোনও টুর্নামেন্ট খেলার পরই ফিরে যান লন্ডনে।
advertisement
4/6
অনেকেই জানেন না, বিরাট কোহলি তাঁর নিজের সম্পত্তির একটা বড় অংশ দাদা বিকাশ কোহলিকে উপহার দিয়েছেন। প্রায় ৮০ কোটি টাকার বিলাসবহুল বাংলো দাদাকে গিফট হিসেবে দিয়েছেন কোহলি। বিরাটের দাদা বিকাশ কোহলি খুব একটা প্রচারের আলোয় থাকেন না।
advertisement
5/6
কোহলির গুরুগ্রামের সম্পত্তির তদারকি করেন বিকাশ কোহলি। গুরুগ্রামের ডিএলএফ সিটি ফেজ ওয়ানে বিরাটের ১০ হাজার স্কোয়ার ফিট জায়গা জুড়ে বাংলো রয়েছে।
advertisement
6/6
যেহেতু কোহলি এখন বেশিরভাগ সময় লন্ডনে থাকেন, তাই গুরুগ্রামের সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি তিনি দাদা বিকাশকেই দিয়েছেন বলে জানা যায়। অস্ট্রেলিয়া যাওয়ার আগে ওয়াজিরাবাদ তেহসিল অফিসে গিয়ে কোহলি কাজটা সেরে রেখেছিলেন।