অরিজিৎ সিংয়ের মতো বিরাট কোহলিও কি স্কুটির প্রেমে? গাড়ি বেচে এ কী চালাবেন!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli gets EV Scooter: অরিজিৎ সিংয়ের প্রথম পছন্দ স্কুটি। এবার কি বিরাট কোহলিও স্কুটি ঘুরবেন!
advertisement
1/5

স্কুটারের প্রতি তাঁর একটা ভালবাসা রয়েছে। কয়েক মাস আগে দুম করে একদিন স্ত্রীকে নিয়ে স্কুটিতে করে শহর ঘুরতে বেরিয়ে পড়েছিলেন বিরাট কোহলি।
advertisement
2/5
বিরাট কোহলি সম্প্রতি জানিয়েছেন, তিনি তাঁর গ্যারাজের বেশিরভাগ গাড়ি বিক্রি করে দিয়েছেন। তিনি উপলব্ধি করেছেন, গ্যারাজের বেশিরভাগ গাড়ি তিনি চড়েন না। খামোখা সেগুলিকে রেখে দিয়ে কোনও লাভ নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝেছেন, প্রয়োজনের থেকে বেশি কিছুর দরকার নেই।
advertisement
3/5
এবার বিরাট কোহলির গ্যারাজে এল ইলেকট্রিক স্কুটি। এমনিতেই পেট্রোলের যা দাম, তাতে দেশের বহু মানুষ ব্যাটারিচালিত গাড়ি কেনার দিকে ঝুঁকেছেন। এবার কি তা হলে বিরাট কোহলিও সাশ্রয়ের পথে হাঁটছেন!
advertisement
4/5
আসলে বিরাট কোহলি এই ইভি স্কুটার কেনেননি। তিনি প্রথম ম্যাচে আরসিবির ‘ইলেকট্রিফায়িং প্লেয়ার অফ দ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছিলেন। তাই গ্রিভস ইলেকট্রিক মোবিলিটি তাঁকে একটি ইভি স্কুটার উপহার দিয়েছে।
advertisement
5/5
বিরাট কোহলিকে লিমিটেড এডিশন মডেল উপহার দিয়েছে গ্রিভস ইলেকট্রিক মোবিলিটি। তবে এই স্কুটার চাইলে সাধারণ মানুষও কিনতে পারবেন। এপ্রিল থেকে ডেলিভারি শুরু। মাত্র ৪৯৯ টাকা দিলেই বাড়িতে স্কুটার। সিঙ্গেল চার্জে ১০৭ কিমি রেঞ্জ এই স্কুটারের।