IND vs AUS 3rd Test: ব্রিসবেনে ভারতের 'নেতা' কোহলি! রোহিতের কী হল? পুরনো ভূমিকায় বিরাট!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 3rd Test: ১৪ তারখ থেকে ব্রিসবেনে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। বর্তমানে সিরিজের ফল ১-১। গাব্বায় জিতে লিড নিতে মরিয়া দুই দল। তার আগে ভারতীয় দলে অন্য দৃশ্য।
advertisement
1/5

১৪ তারখ থেকে ব্রিসবেনে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। বর্তমানে সিরিজের ফল ১-১। গাব্বায় জিতে লিড নিতে মরিয়া দুই দল। তার আগে ভারতীয় দলে অন্য দৃশ্য।
advertisement
2/5
ব্রিসবেনে ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল নেতা বিরাট কোহলি। অধিনায়ক থাকাকালীন তিনি কতটা আগ্রাসী ছিলেন সে কথা সকলের জানা। কঠিন সময়ে দলকে উদ্দীপ্ত করতে কোহলির পেপটক ছিল গুরুত্বপূর্ণ।
advertisement
3/5
ব্রিসবেনে গোল হয়ে দাঁড়িয়ে ফের একবার দলকে পেপটক দিলেন বিরাট কোহলি। বিরাটের গা গরম করা ভাষা শুনে উজ্জীবিত হয় গোটা দল। পাশে দাঁড়িয়ে নেতা কোহলির পেপটক শোনেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মাও।
advertisement
4/5
কোহলি মূলত দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে কথা বলেন। এখনও পর্যন্ত নীতীশ রেড্ডি ভাল খেলছেন। কোহলি তাঁর প্রশংসা করেন। তরুণদের আরও দায়িত্ব নেওয়ার কথা বলেন তিনি। সেই পুরনো মেজাজে পাওয়া যায় কোহলিকে।
advertisement
5/5
দলকে তাঁতানোর পাশাপাশি নিজের ব্যাটিং নিয়েও খুবই পরিশ্রম করছেন বিরাট। অ্যাডিলেড টেস্ট শেষেই নেমেছিলেন অনুশীলনে। বৃহস্পতিবার নেটে সবথেকে বেশি দেড় ঘণ্টা ব্যাট করেন কোহলি। গাব্বার কিং হতে কোনও খামতি রাখছেন না বিরাট।