বছরে ৮ লাখ টাকা খরচ! শুধু পানীয় জলে! বিরাট কোহলির ফিটনেস, ঝকঝকে ত্বক 'এই' কারণে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli: এক বিশেষজ্ঞ বলেছিলেন, শরীরের ৬০ শতাংশ জল। আর বিরাট কোহলি এত টাকা উপার্জন করেন। তাই জলের জন্যই অনেকটা অর্থ তিনি খরচ করেন। একেবারে বুদ্ধিমানের মতো কাজ করেন কোহলি। কিন্তু বিরাট যে জল পান করেন, তার বিশেষত্ব কী!
advertisement
1/7

অসাদারণ ফিটনেস, ঝকঝকে ত্বক, সব সময় ফুরফুরে। বিরাট কোহলি হতে গেলে কী করতে হয়! তা অনেকেরই হয়তো প্রশ্ন!
advertisement
2/7
এটুকু বলা যায়, ফিটনেস আর স্কিল না থাকলে বিরাট কোহলি হওয়া যায় না। এবার প্রশ্ন, কোহলির মতো ফিট হতে গেলে কী খেতে বা পান করতে হবে!
advertisement
3/7
আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে গেলে ফিট থাকাটা সব থেকে জরুরি। আর সেটা বিরাট কোহলি চটজলদি বুঝে গিয়েছিলেন। তাই তিনি নিজেকে ফিট করার জন্য অনেক কসরত করেছেন।
advertisement
4/7
তবে জানা যায়, বিশেষ ব্র্যান্ডের জল ছাড়া পান করেন না বিরাট কোহলি! আর সেই জল তাঁর ফিটনেস ধরে রাখার আসল কাজটা করে। বছরে এই জলের পিছনে তাঁর প্রায় ৮ লাখ টাকা খরচ হয়।
advertisement
5/7
জানা যায়, এক ধরনের মিনারেল ওয়াটার পান করেন কোহলি। নাম এভিয়েন ৷ ফ্রান্সের এক ঝরনার জল পরিশোধন করে বোতলবন্দি করে বিক্রি হয় সেটি৷ সেই বোতলবন্দি এক লিটার জলের দাম প্রায় ৭০০ টাকা ৷ বছরে শুধু ৮-৯ লাখ টাকা মূল্যের জল পান করেন কোহলি৷
advertisement
6/7
এই জল পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ত্বক হয় উজ্জ্বল, ডিপ্রেশন কাটাতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, শরীর হাইড্রেট রাখে।
advertisement
7/7
একটা সময় বাটার চিকেন, ছোলে-ভটোরে ছিল কোহলির প্রিয় খাবার। তবে এখন তিনি সেসব খাবার থেকে অনেক দূরে। ফিটনেস বজায় রাখতে ডায়েট প্ল্যানের বাইরে কিছু মুখে তোলেন না কোহলি।