Virat Kohli: আইপিএলের শুরুতেই ছন্দে কোহলি, কেকেআরের বিরুদ্ধে গড়লেন ৫টি বিরাট রেকর্ড
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Creates 5 Unique Records In KKR vs RCB Match In IPL 2025: কেকেআরেরে বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ৩৬ বলের ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলে শুধু দলকে জেতানো নয়, একের পর এক রেকর্ড নিজের নামে করেছেন বিরাট।
advertisement
1/6

কেকেআরেরে বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ৩৬ বলের ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলে শুধু দলকে জেতানো নয়, একের পর এক রেকর্ড নিজের নামে করেছেন বিরাট।
advertisement
2/6
আইপিএলের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে চারটি দলের বিরুদ্ধে হাজারের বেশি রান করার নজির গড়লেন বিরাট কোহলি। কেকেআরের পাশাপাশি সিএসকে, পঞ্জাব ও দিল্লির বিরুদ্ধে হাজারের বেশি রান রয়েছে কোহলির।
advertisement
3/6
আইপিএলের যে কোনও একটি দলের বিরুদ্ধে কোনও ব্যাটারের সর্বোচ্চ রান করার ক্ষেত্রে বিরাট কোহলি চতুর্থ স্থানে উঠে এলেন। কেকেআরের বিরুদ্ধে বিরাটের মোট রান ১০৮১। প্রথম ও তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। পঞ্জাব ও কেকেআরের বিরুদ্ধে ওয়ার্নারের ১১৩৪ ও ১০৯৩ রান রয়েছে। দ্বিতীয় স্থানে শিখর ধাওয়ান। সিএসকের বিরুদ্ধে ১১০৫ রান করেছেন।
advertisement
4/6
আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচ খেলতে নেমেই কোহলির আইপিএলের ইতিহাসে প্রথম প্লেয়ার হলেন যিনি ২০০৮ থেকে ২০২৫ একই দলের হয়ে খেলেছেন। আরসিবি জার্সি ছাড়া কোহলিকে অন্য কোনও জার্সিতে দেখা যায়নি।
advertisement
5/6
কেকেআরের বিরুদ্ধে শনিবারের ম্যাচটি বিরাট কোহলির কেরিয়ারের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪০০টি টি-২০ ম্যাচ খেলার নজির গড়লেন বিরাট কোহলি।
advertisement
6/6
এছাড়া বিরাট কোহলি প্রথম ক্রিকেটার হিসেবে ১০০-র বেশি টেস্ট ম্যাচ, ৩০০ ওয়ান ডে ম্যাচ ও ৪০০ টি-২০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন।