Virat Kohli: রানে ফিরতেই ৫টি বড় রেকর্ড গড়লেন বিরাট কোহলি, পিছনে ফেললেন একাধিক কিংবদন্তীদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: প্রথম দুটি ম্যাচে শূন্য করার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে রানে ফেরেন বিরাট কোহলি। ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলাই নয়, মোট ৫টি বড় রেকর্ডও গড়েন ভিকে।
advertisement
1/6

প্রথম দুটি ম্যাচে শূন্য করার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে রানে ফেরেন বিরাট কোহলি। ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলাই নয়, মোট ৫টি বড় রেকর্ডও গড়েন ভিকে।
advertisement
2/6
টি-২০ ও ওয়ান ডে ক্রিকেট মিলিয়ে সাদা বলের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের মোট ১৮,৩৬৯ রানকে ছাপিয়ে গেলেন বিরা কোহলি। তেন্ডুলকরের পুরো রানটাই প্রায় ছিল একদিনের ক্রিকেটে। টি-২০ তে সচিন করেছিলেন মাত্র ১০ রান। কোহলির ওডিআইতে ১৪,২৫৫ ও টি-২০ ক্রিকেটে ৪১৮৮ রান।
advertisement
3/6
এই ইনিংসের সৌজন্য একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ স্কোরারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট কোহলি। টপকে গেলেন কুমারা সঙ্গাকারা ১৪,২৩৪ রানের রেকর্ডকে। কোহলির দরকার ছিল ৫৪ রান। ৩২ তম ওভারে সেই রেকর্ড নিজের নামে করেন কোহলি। সামনে এখন শুধু সচিন তেন্ডুলকর।
advertisement
4/6
একদিনের ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে সর্বোচ্চ হাফ সেঞ্চুরি করার নিরিখে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। রান চেজ করার সময় সচিন ৬৯ বার ৫০ বা তার বেশি রান করেছিলেন, সেখান বিরাট কোহলির করলেন নিজের ৭০ তম হাফ সেঞ্চুরি।
advertisement
5/6
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করার পর আরও একটি মাইলস্টোন স্পর্শ করলেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৭৫টি বা তার বেশি হাফ সেঞ্চুরি করলেন বিরাট। এটি ছিল কোহলির ৭৫ তম হাফ সেঞ্চুরি।
advertisement
6/6
অস্ট্রেলিয়ার বিপক্ষে বরাবরই ভালো পারফর্ম করেন বিরাট কোহলি। তৃতীয় ওডিআইতে রানে ফিরতেই তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআইতে ২৫০০ রানের গণ্ডি পেরোলেন।