Virat Kohli: এক ম্যাচে একাই কোহলি গড়লেন ১২টি রেকর্ড! এমন বিরাট নজির বিশ্বে কারও নেই!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Create 12 Big Records ICC Champions Trophy 2025 IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ১০০ রানে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন বিরাট কোহলি। শুধু সমালোচকদের জবাব দেওয়াই নয়, এই ইনিংসের সৌজন্য ১২টি বড় রেকর্ড গড়েছেন বিরাট কোহলি।
advertisement
1/13

পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ১০০ রানে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন বিরাট কোহলি। শুধু সমালোচকদের জবাব দেওয়াই নয়, এই ইনিংসের সৌজন্য ১২টি বড় রেকর্ড গড়েছেন বিরাট কোহলি।
advertisement
2/13
আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সবথেকে দ্রুত ১৪ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি। সচিনের ৩৫০ তম ইনিংস টপকে ২৮৭ ইনিংসে ১৪ হাজার রান করলেন কোহলি।
advertisement
3/13
বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে ১৪ হাজার রান করলেন বিরাট কোহলি। এর আগে ১৪ হাজার রানের নজির ছিল সচিন তেন্ডুলকর ও কুমারা সাঙ্গাকারার।
advertisement
4/13
আইসিসি প্রতিযোগিতায় সবথেকে বেশিবার ৫০ বা তার বেশি স্কোর করা ব্যাটারদের তালিকাতেও শীর্ষ স্থানে উঠে এলেন কোহলি। সচিন ও বিরাট দুবারই ২৩ বার করে আইসিসি প্রতিযোগিতায় ৫০ বা তার বেশি রান করলেন।
advertisement
5/13
নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৫১ তম শতরান করলেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে এই নজির গড়লেন বিরাট কোহলি।
advertisement
6/13
একদিনের ক্রিকেটে এতদিন সবথেকে বেশি ক্যাচ ধরার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। টপকে গেলেন মহম্মদ আজহারউদ্দিনের ১৫৬ ক্যাচের নজির। বর্তমানে কোহলির ক্যাচের সংখ্যা ১৫৭।
advertisement
7/13
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিখর ধাওয়ান, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়ের পর বিরাট কোহলি ৬ বার ৫০ বা তার বেশি রান করলেন। সকলকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে কোহলির সামনে।
advertisement
8/13
রিকি পেন্টিং-এর ২৭,৪৮৩ রান টপকে আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বাধিক রান স্কোরার হলেন বিরাট কোহলি। তাঁর মোট রান ২৭,৫০৩। সামনে শুধুই কুমার সাঙ্গাকারা ও সচিন তেন্ডুলকর।
advertisement
9/13
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এত দিন কোনও ভারতীয় ব্যাটারের সেঞ্চুরি ছিল না। সর্বাধিক ছিল রোহিত শর্মার ৯১। ২০১৭ তা করেছিলেন হিটম্যান। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম শতরানকারী হলেন বিরাট কোহলি।
advertisement
10/13
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান স্কোরার হলেন বিরাট কোহলির। টপকে গেলেন সনৎ জয়সূর্যের করা ১৮৯ রানের নজির। বিরাট কোহলির মোট রান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ২২৪।
advertisement
11/13
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি একদিনের বিশ্বকাপ, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র সেঞ্চুরি করা বিশ্বের মধ্যে একমাত্র প্লেয়ার হলেন বিরাট কোহলি।
advertisement
12/13
পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি প্রতিযোগিতায় মোট পাঁচ বার ম্যাচের সেরা হলেন বিরাট কোহলি। এর থেকে বেশি আইসিসি প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে কোনও প্লেয়ার ম্যাচের সেরা হননি।
advertisement
13/13
আন্তর্জাতিক ওডিআই কেরিয়ারে ৫১ তম শতরান করলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৮২টি শতরান হল কোহলির।