Ind vs Aus: ৫ বিশ্বরেকর্ডের সামনে কোহলি, ভাঙতে পারবেন অজিদের দম্ভ! নিজেকে নতুন করে পাওয়ার লড়াই বিরাটের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Can Create 5 World Records In India vs Australia Test Series: অস্ট্রেলিয়া সফরে নিজেকে নতুন করে পাওয়ার লড়াই কোহলির সামনে। অজিভূম বরাবরই পয়া বিরাটের কাছে। এবারও পাঁচ রেকর্ড গড়ে অজিদের দম্ভ ভাঙার সুযোগ কোহলির সামনে।
advertisement
1/6

সাম্প্রতিক সময়ে একেবারেই নিজের চেনা ছন্দে নেই বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সফরে ফের নিজেকে প্রমাণ করার, নিজেকে নতুন করে পাওয়ার লড়াই কোহলির সামনে। অজিভূম বরাবরই পয়া বিরাটের কাছে। এবারও পাঁচ রেকর্ড গড়ে অজিদের দম্ভ ভাঙার সুযোগ কোহলির সামনে।
advertisement
2/6
১. অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের মধ্যে সবথেকে বেশি রান করেছেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টারের ঝুলিতে রয়েছে মোট ১৮০৯ রান। বিরাট কোহলি অজিভূমে টেস্টে করেছেন ১৩৫২ রান। ৫ ম্যাচের সিরিজে কোহলি ৪৫৮ রান করে টপকে যাবেন সচিনকে।
advertisement
3/6
২. বিদেশী ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সবথেকে বেশি টেস্ট শতরান করার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের জ্যাক হবসের। ৯টি সেঞ্চুরি করেছিলেন তিনি। বিরাট কোহলির রয়েছে ৬টি সেঞ্চুরি। আর ৪টি সেঞ্চুরি করতে পারলেই শীর্ষে উঠে আসবেন বিরাট।
advertisement
4/6
৩. অস্ট্রেলিয়ার মাটিতে সব ধরনের ক্রিকেট মিলিয়ো বিরাট কোহলি মোট রান ৩৪২৬। ভারতীয়দের মধ্যে কোহলিই সর্বোচ্চ। পাঁচ টেস্টের সিরিজ়ে ৫৭৪ রান করতে পারলেই প্রথম ব্যাটার হিসেবে অজিভূমে ৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন বিরাট।
advertisement
5/6
৪. সব ধরনের ক্রিকেট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬টি শতরান রয়েছে কোহলির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব চেয়ে বেশি ২০টি শতরান রয়েছে সচিনের। আর ৪টি শতরান করলে সচিনকে ছুঁয়ে ফেলবেন কোহলি। শীর্ষে যেতে দরকার ৫ শতরান।
advertisement
6/6
৫. বিশ্ব ক্রিকেটে সবধরনের ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ ১১০টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে। বিরাট কোহলি আর ৩টি ম্যাচ খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০টি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন।