Virat Kohli: ফের অধিনায়ক হচ্ছেন বিরাট কোহলি! সামনে এল বড় আপডেট! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই শুরু হয়েছে জোর চর্চা। বিরাট কোহলি ফের অধিনায়ক হতে পারে জোর জল্পনা। আইপিএল নিলামের মাঝেই জোর জল্পনা।
advertisement
1/6

বর্তমানে ভারতীয় দলের হয়ে খেলতে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন বিরাট কোহলি। পারথে প্রথম টেস্টে শতরান করে ফর্মে ফিরেছেন কিং কোহলি।
advertisement
2/6
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই শুরু হয়েছে জোর চর্চা। বিরাট কোহলি ফের নিজের আইপিএল গল আরসিবির অধিনায়ক হচ্ছেন বলে জোর জল্পনা।
advertisement
3/6
এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সবথেকে দামি ক্রিকেটার বিরাট কোহলি। ২১ কোটি টাকা দিয়ে দলের সবথেকে বড় মহাতারকাকে রিটেন করেছে আরসিবি।
advertisement
4/6
আইপিএল নিলাম থেকে আরসিবি খুব ভাল দল গড়েছে। কিন্তু অধিনায়ক হওয়ার মত ফিগার আরসিবি দলে এবার খুব একটা নেই। ফলে কোহলির সম্ভাবনাই সবথেকে বেশি।
advertisement
5/6
আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মো বাবাট বলেছেন,"দল গোছানোর পরিকল্পনার ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা নিয়েছে। ওকে অধিনায়ক করা হবে কি না, তা নিয়ে পরে ভাবব। তবে ও বড় দাবিদার।" এই বক্তব্যের পর জল্পনা আরও বেড়েছে।
advertisement
6/6
আরসিবি স্কোয়াড: বিরাট কোহলি, রজত পাতিদার, যশ দয়াল, জশ হেজেলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোন, রাসিখ দার, ক্রুণাল পান্ডিয়া, টিম ডেভিড, জ্যাকব বেথেল, সুযশ শর্মা, দেবদত্ত পাড়িক্কল, নুয়ান থুশারা, রোমারিয়ো শেফার্ড, লুঙ্গি এনগিডি, স্বপ্নিল সিংহ, মোহিত রাঠি, অভিনন্দন সিং, স্বস্তিক চিকারা, মনোজ ভান্ডাগে।