Virat Kohli Breaks Sachin Tendulkar Record: ক্যাপ্টেন্সি ছাড়তেই যেন সেই পুরনো বিরাট! কোহলি এবার ভাঙলেন সচিনের রেকর্ড
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli Breaks Sachin Tendulkar Record: ক্যাপ্টেন্সি ছাড়তেই চেনা ছন্দে কিং কোহলি। মাঠে নেমেই ভাঙলেন কিংবদন্তি সচিনের রেকর্ড।
advertisement
1/6

ক্রিকেটের তিন ফরম্যাটেই ক্যাপ্টেন্সি ছেড়েছেন তিনি। একদিনের ক্রিকেটে অবশ্য তাঁকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে যা হয় ভালর জন্যই হয়। ভক্তরা যেন সেই পুরনো বিরাট কোহলিকে ফিরে পেলেন। সেই কোহলি, যিনি মাঠে নামলেই হয় রেকর্ড হত, না হলে রেকর্ড ভাঙতেন। এবার কোহলি ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।
advertisement
2/6
পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন কোহলি। বিদেশের মাটিতে একদিনের ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি রান ছিল সচিনেকর। সেই রেকর্ড এদিন ভাঙলেন কোহলি।
advertisement
3/6
সচিন তেন্ডুলকরের বিদেশের মাটিতে রান ছিল ৫০৬৫। বিরাট এদিন মাত্র ৯ রান করলেই সেই রেকর্ড ভাঙতে পারতেন। কোহলি অবশ্য এদিন হাফ-সেঞ্চুরি করেছেন।
advertisement
4/6
এদিন ৬৩ বলে ৫১ রান করেছেন বিরাট কোহলি। ভারতীয় ব্যাটারদের মধ্যে এখন বিদেশের মাটিতে একদিনের ক্রিকেটে সব থেকে বেশি ব্যক্তিগত রানের মালিক বিরাট কোহলি।
advertisement
5/6
সাত বছর পর এদিন স্রেফ ব্যাটার হিসেবে কোহলি একদিনের ক্রিকেটে খেলতে নেমেছিলেন। প্রায় ২ বছর পর ফের তাঁকে দেখা গিয়েছিল ওডিআই ক্রিকেটে। ক্যাপ্টেন্সি ছাড়ার পর কোহলি চাপমুক্ত হয়ে খেলবেন। এমনটাই আন্দাজ করেছিলেন অনেকে। তাঁদের আন্দাজ ভুল ছিল না।
advertisement
6/6
বিদেশের মাটিতে ধোনির রান ছিল ৪৫২০। তাঁকে আগেই টপকে গিয়েছিলেন কোহলি। ওডিআই ক্রিকেটে অ্যাওয়ে ম্যাচের হিসেবে সর্বোচ্চ রান ছিল রিকি পন্টিংয়ের। ৫০৯০। এদিন সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন কিং কোহলি।