TRENDING:

'প্রচুর রান করলেও, নেতা হিসেবে তুমি এখনও ব্যর্থ,' বিরাটের কড়া সমালোচনা করলেন গৌতম গম্ভীর

Last Updated:
অধিনায়ক বিরাট কোহলির সমালোচনায় সরব হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর৷ বিরাটের সমালোচনা করতে গিয়ে প্রাক্তন তারকা ব্রায়ান লারা ও জ্যাক কালিসের প্রসঙ্গও টানলেন তিনি৷
advertisement
1/6
'প্রচুর রান করলেও, নেতা হিসেবে তুমি এখনও ব্যর্থ,' বিরাটের কড়া সমালোচনায় গম্ভীর
অধিনায়ক বিরাট কোহলির সমালোচনায় সরব হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর৷ বিরাটের সমালোচনা করতে গিয়ে প্রাক্তন তারকা ব্রায়ান লারা ও জ্যাকস ক্যালিসের প্রসঙ্গও টানলেন তিনি৷
advertisement
2/6
গৌতম গম্ভীরের মতে, অধিনায়ক হিসেবে বিরাট কোহলির কোনও কৃতিত্ব এখনও নেই৷ ট্রফি-জয়ী কোনও ভারতীয় দলে বিরাট কোহলির অবদান নেই৷ নেতা হিসেবে এখনও ব্যর্থ বিরাট৷
advertisement
3/6
তাঁর কথায়, 'এটি একটি দলগত খেলা৷ তুমি নিজের রানের রেকর্ড বাড়াতেই পারো৷ ব্রায়ান লারাও প্রচুর রান করেছেন৷ জ্যাকস ক্যালিসের মতো ক্রিকেটারও রয়েছেন, যিনি কোনও ট্রফি জেতেননি৷ সত্যি বলতে, এখনও পর্যন্ত বিরাট কোহলি নেতা হিসেবে কিছু জেতেননি৷'
advertisement
4/6
তিনি আরও বলেন, 'তুমি বড় রান করে যেতে পারো, কিন্তু আমার মতে, তুমি যতক্ষণ না ওই বড় ট্রফিগুলো জিতছো, তত দিন তোমার কেরিয়ার অসম্পূর্ণই থাকবে৷'
advertisement
5/6
উদাহরণ হিসেবে ২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার, ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে পাকিস্তানের কাছে হারের প্রসঙ্গ টেনেছেন গম্ভীর৷ গম্ভীরের বক্তব্য, 'একজন ভালো প্লেয়ার থেকে খুব ভালো প্লেয়ার হতে গেলে, কঠিন ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে কী রকম পারফর্ম্যান্স, সেটা নজর রাখতে হবে৷'
advertisement
6/6
'আমার মনে হয়, অন্যান্য টিমের মতো আমরা চাপ হ্যান্ডল করতে পারছি না৷ ফাইনাল বা সেমিফাইনাল ম্যাচগুলির দিকে তাকালে দেখা যাচ্ছে, তুমি লিগ স্তরে দুর্দান্ত খেলছো৷ কিন্তু সেমি-ফাইনাল বা নক-আউট পর্যায়ে পারছো না৷ আমরা হয়তো বলব, সব পেয়ে গিয়েছে৷ আমাদের বিশ্বজয়ী হওয়ার ক্ষমতা রয়েছে৷ কিন্তু যতক্ষণ না মাঠে তুমি কিছু প্রমাণ করতে পারছো, ততক্ষণ তুমি বিশ্বজয়ীদের তালিকায় নেই,' বললেন গম্ভীর৷
বাংলা খবর/ছবি/খেলা/
'প্রচুর রান করলেও, নেতা হিসেবে তুমি এখনও ব্যর্থ,' বিরাটের কড়া সমালোচনা করলেন গৌতম গম্ভীর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল